জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম রঞ্জিত মণ্ডল৷ ঢাকুড়িয়াতে স্টেশনারি দোকান। সেখানে উৎসবে দিনে বাজি বিক্রি করেন তিনি। আজ, শনিবার বাড়ির ভিতরে তুবড়ি বানানোর সময়ই ফেটে গিয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷ ঘরের জানলার কাঁচ ভেঙে গিয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা৷ বিস্ফোরণ স্থলের ভিতর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেন্সিকে পাঠানো হবে বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে৷
advertisement
প্রসঙ্গত, ৩৩/৯/১ বি এন কে ঘোষাল রোডের দোতলার বাড়ির নিচের তলায় থাকেন রঞ্জিত। বছর তিন চারেক আগেই এমকে ঘোষাল রোডে এই নিচের তলাটি কিনেছেন তিনি। পরিবার নিয়ে থাকেন রঞ্জিত৷ সেখানেই ঘটেছে এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা৷
আরও পড়ুন: গিজারই হয়ে যেতে পারে প্রাণঘাতী! খুব সাবধান, ব্যবহারের সময় এই ভুলগুলি করলেই সর্বনাশ, এখনই জেনে নিন
প্রসঙ্গত, বাজি বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নতুন নয়৷ সপ্তাহখানেক আগেই দক্ষিণ ২৪ পরগণার চম্পাহাটি বাজি কারখানায় ঘটে বিস্ফোরণের ঘটনা৷ চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয় আরও দুই৷ গত রবিবার এই ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয় গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। এরপর সোমবার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশ্বজিৎ মণ্ডল নামে আরও এক জনের। ঘটনায় বাজি কারখানার মালিক বিধান নস্করের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁর সন্ধানে ধারাবাহিকভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
