TRENDING:

West Bengal Weather Update: সাগরে নিম্নচাপ ! উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন

Last Updated:

শুক্র, শনি ও রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। মূলত দার্জিলিঙেই বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

advertisement
কলকাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার কথা। এর জেরে শীতের আমেজের মুখে তাপমাত্রা ফের খানিকটা বেড়ে গিয়েছে এ রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি বেড়ে যেতে পারে। তার পরের তিন দিন পারদ ওঠানামার বিশেষ সম্ভাবনা নেই। শনি ও রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। মূলত দার্জিলিঙেই বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া
advertisement

আরও পড়ুন– ‘আপাতত স্থগিত রাখা হোক এসআইআর’, BLO-দের ‘দুর্দশা’র কথা উল্লেখ করে কমিশনকে চিঠি মমতার

পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিংয়ে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ এ ছাড়া রাজ্যের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। গত সপ্তাহে স্বাভাবিকের থেকে কম ছিল তাপমাত্রা ৷ আগামী ৭ দিন স্বাভাবিকের আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ প্রত্যেক বছর এই সময় যেমন তাপমাত্রা থাকে ঠিক সেরকমই তাপমাত্রা রয়েছে। বেশ কয়েক জায়গায় অবশ্য স্বাভাবিকের থেকে কম রয়েছে তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামী ২৪ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ কিন্তু এর কোনও প্রভাব বঙ্গে পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

advertisement

আরও পড়ুন– মুম্বই আন্ডারওয়ার্ল্ডের গল্পের এই কাল্ট হিট ছবি জাতীয় পুরষ্কার জিতেছিল, প্রযোজকদের ধনী করে তুলেছিল, ‘অঙ্গার’-এর কথা মনে পড়ে?

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা। এর জেরে আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

শুক্র, শনি ও রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। মূলত দার্জিলিঙেই বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: সাগরে নিম্নচাপ ! উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল