Dance Workshop: বাঁকুড়ার মাটিতে এই প্রথম! খাতড়ায় বৃহৎ মাপের বিহু কর্মশালা, জেলায় হাজির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৪ শিল্পী-প্রশিক্ষক

Last Updated:

Bihu Dance Workshop: সুদূর অসম থেকে খাতড়ায় এসে পৌঁছেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৪ জন বিহু শিল্পী ও প্রশিক্ষক। তাঁদের হাত ধরেই বাঁকুড়ার মাটিতে প্রথমবার জীবন্ত হয়ে উঠেছে বিহু নৃত্য, গান ও লোকসংস্কৃতির আসল রূপ।

+
বিহু

বিহু নাচ | প্রতীকী ছবি

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ জঙ্গলমহলের লোকসংস্কৃতির ভাঁজে এবার যুক্ত হল উত্তর-পূর্ব ভারতের এক প্রাণবন্ত সাংস্কৃতিক ধারা। বাঁকুড়ার খাতড়ায় প্রথমবার এত বড় আকারে অনুষ্ঠিত হল অসমের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় লোকনৃত্য বিহুর বিশেষ কর্মশালা। খাতড়ার একটি বেসরকারি লজে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই তিন দিনের কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য।
খাতড়ার ইচ্ছেডানা সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে আয়োজিত এই অভিনব কর্মশালায় প্রশিক্ষণ দিতে সুদূর অসমের বঙাইগাঁও থেকে খাতড়ায় এসে পৌঁছেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৪ জন বিহু শিল্পী ও প্রশিক্ষক। তাঁদের হাত ধরেই বাঁকুড়ার মাটিতে প্রথমবার জীবন্ত হয়ে উঠেছে বিহু নৃত্য, গান ও লোকসংস্কৃতির আসল রূপ।
আরও পড়ুনঃ উঠতি দাবাড়ুদের জন্য দারুণ মঞ্চ! পুরুলিয়ায় জমাটি দাবা প্রতিযোগিতার আয়োজন, ১৫০ প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই
এই কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিহু নৃত্যের তাল, ভঙ্গি ও গানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন বঙাইগাঁও সাংস্কৃতিক গোষ্ঠীর দলনায়ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিহু শিল্পী মালিচরণ রায়। তাঁর সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিহু শিল্পী দেবিকা রায় ও দীপাঞ্জলি সিংহ। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিহু প্রশিক্ষক, নৃত্যবিভূষণ পুরস্কারপ্রাপ্ত, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী মাস্টার ট্রেনার বিধান দেউরী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অসমের অন্যতম প্রধান লোকউৎসব ও লোকনৃত্য বিহু। কৃষিভিত্তিক সমাজজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা এই লোকআঙ্গিক অসমের মানুষের আনন্দ, জীবনযাপন ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ঢোল, পেঁপা সহ নানা লোকবাদ্যের তালে প্রাণবন্ত নাচ ও গান বিহুকে করে তুলেছে অসমের সাংস্কৃতিক পরিচয়ের শক্তিশালী প্রতীক। সেই বিহুই এবার যেন বাঁকুড়ার মাটিতে নতুনভাবে প্রাণ পেল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dance Workshop: বাঁকুড়ার মাটিতে এই প্রথম! খাতড়ায় বৃহৎ মাপের বিহু কর্মশালা, জেলায় হাজির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৪ শিল্পী-প্রশিক্ষক