খাতড়ার ইচ্ছেডানা সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে আয়োজিত এই অভিনব কর্মশালায় প্রশিক্ষণ দিতে সুদূর অসমের বঙাইগাঁও থেকে খাতড়ায় এসে পৌঁছেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৪ জন বিহু শিল্পী ও প্রশিক্ষক। তাঁদের হাত ধরেই বাঁকুড়ার মাটিতে প্রথমবার জীবন্ত হয়ে উঠেছে বিহু নৃত্য, গান ও লোকসংস্কৃতির আসল রূপ।
advertisement
এই কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিহু নৃত্যের তাল, ভঙ্গি ও গানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন বঙাইগাঁও সাংস্কৃতিক গোষ্ঠীর দলনায়ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিহু শিল্পী মালিচরণ রায়। তাঁর সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিহু শিল্পী দেবিকা রায় ও দীপাঞ্জলি সিংহ। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিহু প্রশিক্ষক, নৃত্যবিভূষণ পুরস্কারপ্রাপ্ত, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী মাস্টার ট্রেনার বিধান দেউরী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অসমের অন্যতম প্রধান লোকউৎসব ও লোকনৃত্য বিহু। কৃষিভিত্তিক সমাজজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা এই লোকআঙ্গিক অসমের মানুষের আনন্দ, জীবনযাপন ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ঢোল, পেঁপা সহ নানা লোকবাদ্যের তালে প্রাণবন্ত নাচ ও গান বিহুকে করে তুলেছে অসমের সাংস্কৃতিক পরিচয়ের শক্তিশালী প্রতীক। সেই বিহুই এবার যেন বাঁকুড়ার মাটিতে নতুনভাবে প্রাণ পেল।





