SIR in West Bengal: এসআইআর-এর শুনানি পর্ব শুরু ২৭ ডিসেম্বর, প্রথমেই কাদের ডাকা হবে? ১০ লক্ষ নোটিস পাঠাল কমিশন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
SIR in West Bengal: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব কবে থেকে শুরু হবে? এ নিয়ে তুমুল টানাপোড়েনের মধ্যে অবশেষে জানা গেল সেই দিন।
advertisement
1/8

রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পরে এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে।
advertisement
2/8
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব কবে থেকে শুরু হবে? এ নিয়ে তুমুল টানাপোড়েনের মধ্যে অবশেষে জানা গেল সেই দিন।
advertisement
3/8
আগামী ২৭ ডিসেম্বর থেকে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে প্রায় ৩০ লক্ষ নো-ম্যাপিং ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে ১০ লক্ষ নোটিস জেনারেট হয়ে গিয়েছে।
advertisement
4/8
কমিশন সূত্রে খবর, শুনানির টেবিলে বিধানসভা পিছু ১১ জন করে মাইক্রো অবজার্ভার থাকবেন। তবে এই ১১ জন একই জায়গায় বসবেন, না কি সংশ্লিষ্ট বিধানসভায় আলাদা আলাদা বা একাধিক শুনানি কেন্দ্র তৈরি করা হবে, তা স্পষ্ট নয়। প্রতি দিন ১০০ জনকে শুনানির জন্য ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর।
advertisement
5/8
তবে এসআইআর শুনানিতে থাকবে না সিসিটিভি বা ওয়েব কাস্টিং। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানিকেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে। এই দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন আধিকারিকেরা।
advertisement
6/8
যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট নয়, তাঁদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে ৩০ লক্ষেরও বেশি ভোটার রয়েছেন, যাঁরা ২০০২ সালের তালিকা (ওই বছরে রাজ্যে সর্বশেষ এসআইআর হয়েছিল)-র সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি। তাঁদের সকলকেই ডাকা হবে কমিশনের শুনানিতে।
advertisement
7/8
এ ছাড়া প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটার রয়েছেন, যাঁদের এনুমারেশন ফর্মের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করছে কমিশন। তাঁদেরও তথ্য যাচাই করা হবে। তবে এদের প্রথমেই শুনানির জন্য ডেকে নেওয়া হবে না। আগে সংশ্লিষ্ট এলাকার বিএলও-রা ওই ভোটারদের তথ্য যাচাই করবেন।
advertisement
8/8
বিএলও-রা সন্তুষ্ট না-হলে, তাঁরা সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য সুপারিশ করবেন কমিশনের কাছে। অন্যথায় বিএলও-রা সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় নাম তোলার জন্য। এ ক্ষেত্রে কিসের ভিত্তিতে ওই সুপারিশ করা হচ্ছে, তা জানাতে হবে কমিশনের কাছে। (রিপোর্টার-- সোমরাজ বন্দ্যোপাধ্যায়)