‘আপাতত স্থগিত রাখা হোক এসআইআর’, BLO-দের ‘দুর্দশা’র কথা উল্লেখ করে কমিশনকে চিঠি মমতার

Last Updated:

ভোটার তালিকায় নিবিড় সংশোধন, SIR ঘিরে রাজনীতির পারদ চড়ছেই। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

BLO-দের ‘দুর্দশা’র কথা উল্লেখ করে কমিশনকে চিঠি মমতার
BLO-দের ‘দুর্দশা’র কথা উল্লেখ করে কমিশনকে চিঠি মমতার
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) কতটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনারকে। বুথ লেভেল অফিসারদের উপর চূড়ান্ত হয়রানি নিয়েই মুখ্যমন্ত্রীর এই চিঠি। জলপাইগুড়ির মালে এক বুথ লেভেল অফিসারের মৃত্যু নিয়েও জাতীয় নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। SIR প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে এসআইআর গভীরভাবে বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। এই ব্যবস্থা শুধুমাত্র প্যানিক বা বিশৃঙ্খলা তৈরি করেনি, ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রস্তুতি ছাড়াই এই ধরনের ব্যবস্থাপনা প্রথম দিন থেকেই অব্যবস্থা করে তুলছে। প্রশিক্ষণের ফারাক, কী কী ডকুমেন্ট বাধ্যতামূলকভাবে দিতে হবে তা নিয়ে সমন্বয়ের অভাব তৈরি হয়েছে। বুথ লেভেল অফিসারদের উপর মারাত্মক কাজের চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
তিনি আরও লেখেন, এটা কোনওভাবেই অস্বীকার করা যায় না তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই এই কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় না দেওয়া প্রচুর কাজের চাপ তৈরি করা এবং কোনও সাপোর্ট না থাকা ডেটা এন্ট্রির জন্য এটা গণতন্ত্রে আঘাত তৈরি দিচ্ছে। তাদের সীমানার বাইরে গিয়ে বুথ লেভেল অফিসারদের এখন কাজ করতে হচ্ছে। অনলাইন ফর্ম আপলোড করতে তাদের সব থেকে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, ডেটা ম্যাচিংয়ের সমস্যা, এমনকি কমিশনের সার্ভার পর্যন্ত সমস্যা তৈরি করছে। কমিশনের তরফে দেওয়া ডেটলাইন ৪ ডিসেম্বরের মধ্যে সব ডেটা আপলোড করার জন্য বুথ লেভেল অফিসারদের উপর চাপ তৈরি করা হচ্ছে ভুল বা সঠিক যাই হোক সেই ডেটা আপলোড করতে হবে। এতে বৈধ ভোটারদের বাদ পড়ে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে ভোটার তালিকা থেকে।
advertisement
বুথ লেভেল অফিসারদের সহযোগিতার বার্তা না দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর শোকজ নোটিসও দিচ্ছে বুথ লেভেল অফিসারদের কোন কারণ ছাড়াই। বাস্তবিক কথা না ভেবেই এই ধরনের শোকজ নোটিস দেওয়া হচ্ছে বুথ লেভেল অফিসারদের। বর্তমানে এরা যে ধান তোলার সময় এছাড়াও আলু-সহ একাধিক সবজি উঠছে। এই সময় রাজ্যের প্রচুর কৃষক এই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তার জন্য তারা সব সময় এসআইআর-এর এনুমারেশন ফর্ম সংগ্রহের ক্ষেত্রে বা এসআইআরে অংশ নিতে পারছে না।
advertisement
গতকাল, বুধবার এসআইআর-এর জন্য জলপাইগুড়ির মালে বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও অনেকেই মারা গিয়েছেন এই এসআইআর প্রসেস চলাকালীন। জেএসআইআর-এর কাজ ৩ বছর লাগতো শেষ হতে সেই এসআইআর এখন বলা হচ্ছে ৩ মাসের মধ্যে শেষ করতে। অফিসার এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে যা অনিশ্চিত করে তুলছে তাদের। আমি তাই অনুরোধ করছি দ্রুত এই বিষয়টি আপনি হস্তক্ষেপ করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং পর্যাপ্ত প্রশিক্ষণ ও সাপোর্টের দরকার রয়েছে। যদি এটা ঠিক না হয় তাহলে আগামী দিনে এই সিস্টেম নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি বিশ্বাস করি আপনি আইন অনুযায়ী কাজ করবেন কোনও দেরি ছাড়াই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আপাতত স্থগিত রাখা হোক এসআইআর’, BLO-দের ‘দুর্দশা’র কথা উল্লেখ করে কমিশনকে চিঠি মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement