TRENDING:

West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?

Last Updated:

ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক দিনে তা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিক্ষয় করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক দিনে তা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিক্ষয় করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে
advertisement

ঘূর্ণিঝড় ‘মন্থা’-র অবশিষ্ট অংশ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন ওড়িশা ও তেলঙ্গানা এলাকায় অবস্থান করছে। এটি আজ, বৃহস্পতিবারের মধ্যেই আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ এলাকা বিহার এবং ঝাড়খণ্ডে বিস্তৃত হতে পারে। অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

আবহাওয়া দফতরের পরামর্শ

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আজ, বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। নিচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস-সহ নিচু এলাকায় জল জমতে পারে।

advertisement

আরও পড়ুন- GK: দেশের একমাত্র স্থান যা আরব সাগর এবং বঙ্গোপসাগর উভয়কেই স্পর্শ করে, গিয়েছেন কখনও সেখানে?

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল, শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতিভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ওইদিন ভারী বৃষ্টি হবে মালদহ এবং দিনাজপুরেও। আজ, ৩০ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।

advertisement

আরও পড়ুন– ২৮ বছরের পুরনো গান, যা শুনলেই নেচে উঠবেন আপনি ! মিঠুনের সুপারহিট ছবির গান আবার শুনে নিন

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ধীরে ধীরে আবার উন্নতি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ, বৃহস্পতিবার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টি। আগামিকাল, বৃহস্পতিবার বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।

advertisement

আরও পড়ুন– ৩০ অক্টোবর, ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে রোদ ঝলমলে আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। আগামিকাল, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির পরিমাণ ৭.৭ মিলিমিটার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল