২৮ বছরের পুরনো গান, যা শুনলেই নেচে উঠবেন আপনি ! মিঠুনের সুপারহিট ছবির গান আবার শুনে নিন

Last Updated : বিনোদন
মিঠুন চক্রবর্তী বলিউডে তাঁর একটি বিশেষ স্থান অর্জন করেছেন। তাঁর সিনেমাগুলির একটি আলাদা দর্শক শ্রেণীও ছিল। ১২ ডিসেম্বর ১৯৯৭ সালে মিঠুন চক্রবর্তী-জ্যাকি শ্রফের ‘শপথ’ ছবিটি মুক্তি পেয়েছিল যার দুটি গান জনপ্রিয় হয়েছিল। একটি গান আজও বিয়েবাড়ি-পুজোর ভাসানে ডিজেতে ভালমতোই বাজে। গানের কথা ছিল: ‘মুন্ডা গোরা রং দেখ কে, দিওয়ানা হো গয়া...’। সিনেমায় মিউজিক আনন্দ-মিলিন্দের ছিল। এই ছবি রাজীব বব্বর পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। এই গানটিতে মিঠুন চক্রবর্তী-রম্যা কৃষ্ণণকে দেখা গিয়েছিল। ফাস্ট বিটের এই গানটি শুনলেই আজও যুবকদের হৃদয় ধড়ফড় করতে থাকে। গানটি উদিত নারায়ণ-অলকা ইয়াগনিক গেয়েছিলেন। এই সিনেমার আরেকটি গান 'ইশক অউর প্যায়ার কা মজা লিজিয়ে, থোড়া ইন্তেজার কা মজা লিজিয়ে...' ও জনপ্রিয় হয়েছিল, যেটি আলতাফ রাজা গেয়েছিলেন।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
২৮ বছরের পুরনো গান, যা শুনলেই নেচে উঠবেন আপনি ! মিঠুনের সুপারহিট ছবির গান আবার শুনে নিন
advertisement
advertisement