আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানান, ‘‘উত্তুরে হাওয়া বইবে। শীতল ও শুষ্ক বাতাস বইবে। তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন ১৪ ডিগ্রির আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা আরও ২ ডিগ্রি কম থাকবে ৷ শীতের এই স্পেল আরও তিন চার দিন থাকবে (Kolkata Weather)।
আরও পড়ুন-বিয়েতে বর-বউকে নিয়ে স্টেজেই ভেঙে পড়ল দোলনা ! সাংঘাতিক ঘটনার ভিডিও ভাইরাল
advertisement
মাত্র দু’দিনে কলকাতার তাপমাত্রা নামল চার ডিগ্রি। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি নিচে। গত দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫.১ ডিগ্রি ও ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ আরও বেড়েছে। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় আরও নামবে পারদ। ১২ ডিগ্রির আশপাশে থাকবে জেলার তাপমাত্রা। বাংলা জুড়েই শীতের আবহাওয়া বজায় থাকবে। পরিষ্কার আকাশ ও উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিন। আগামী তিন থেকে চারদিন একই পরিস্থিতি থাকবে রাজ্যে। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ফেলছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। এই ঝঞ্ঝা পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়ার পর আরও শীতল বাতাস আসবে রাজ্যে। সেই সময়ে জাঁকিয়ে শীতের জবুথবু পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যজুড়ে। আগামী কয়েক দিন সকালের দিকে শিশির ও কুয়াশা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। দৃশ্যমানতা অনেকটা কমতে পারে।