বিভিন্ন জেলার পুলিশ সুপারদের কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির। পাশাপাশি, উৎসবের মরশুমের শেষ লগ্নে এসেও তিনি সতর্ক করলেন পুলিশ প্রশাসনকে৷ বললেন, ‘‘ছটপুজো জগদ্ধাত্রী পুজো ও কালীপুজোয় বিসর্জনের সতর্ক থাকবেন। কোনও রকম অসতর্কতা বরদাস্ত করা হবে না। প্রতিটি ঘাটে যাতে ডিএমজি থাকে, সেই বিষয় আপনারা নিশ্চিত করবেন।’’
আরও পড়ুন: বৌবাজারে এলাকা পরিদর্শনে ফিরহাদ হাকিম-সহ মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে
advertisement
আরও পড়ুন: বৌবাজারে মেট্রোর সুড়ঙ্গ থেকে জল বার হওয়া বন্ধ, এখনও উদ্ধার ১৮৩ জন
শনিবার প্রতিটি জেলার পুলিশ সুপার পুলিশ কমিশনারেরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি৷ বিকেল থেকে সেই বৈঠক হয়। সেই বৈঠকে এই নির্দেশ তিনি দেন বলেই নবান্ন সূত্রে খবর। ডিজি ছাড়াও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়