#কলকাতা: মুখ্যমন্ত্রী নির্দেশে বৌবাজারে পরিদর্শনে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব। শনিবার বিকালে কিছুক্ষণের মধ্যেই তাঁরা বৌবাজার পৌঁছে যাবেন বলে খবর মিলেছে৷ ক্ষতিগ্রস্থ বাড়িগুলির গোটা এলাকা পরিদর্শন করবেন মুখ্যসচবি ও স্বরাষ্ট্র সচিবরা৷ তার পর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন মুখ্য সচিব৷ এ দিকে শনিবারই নবান্নে মেট্রো নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বউবাজারের ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। সেই মোতাবেক পরিদর্শনে গেলেন আধিকারিকরা। তিনি পরিদর্শন করে ফিরে আবারও বৈঠক করবেন বলে খবর৷
এ দিকে শনিবার, কেএমআরসিএল-এর পক্ষ থেকে বলা হয়েছে, বাড়িগুলির জন্যই আপাতত গ্রাউটিংয়ের কাজ চালিয়ে যাওয়া হবে৷ আপাতত ২৪ ঘণ্টাই গ্রাউটিং চালিয়ে যাওয়া হবে৷ মদন দত্ত লেনে গ্রাউটিং করা হচ্ছে কারণ, কোনও ভাবে আলগা ভাব না আসে, কোনও নড়চড় যাতে না হয়, তারই পাকাপাকি ব্যবস্থা করা৷ আর সুড়ঙ্গের মধ্যে গ্রাউটিং করা হচ্ছে, কারণ, যে পয়েন্টগুলি থেকে জল বার হচ্ছিল, সেগুলি থেকে যাতে নতুন করে আর জল বার না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে৷
আরও পড়ুন : 'চাকরি' চাই! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেখানো 'পথে' ১ দিনে ১৪০০ মামলা হাইকোর্টে
ও দিকে মেট্রো রেলের কাজের জন্য বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত মোট ১৮৩ জন ব্যক্তিকে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি থেকে উদ্ধার করা হয়েছে৷ বিভিন্ন হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ শনিবারও বেশ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে গিয়ে বৌবাজারের এলাকা দেখানো হয়েছে৷ ফাটলের প্রকৃতি, চেহারা তাঁরা দেখেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata metro