হোম /খবর /কলকাতা /
বৌবাজারে মেট্রোর সুড়ঙ্গ থেকে জল বার হওয়া বন্ধ, এখনও উদ্ধার ১৮৩ জন

বৌবাজারে মেট্রোর সুড়ঙ্গ থেকে জল বার হওয়া বন্ধ, এখনও উদ্ধার ১৮৩ জন

ও দিকে মেট্রো রেলের কাজের জন্য বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত মোট ১৮৩ জন ব্যক্তিকে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি থেকে উদ্ধার করা হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বৌবাজারে মেট্রোর টানেল থেকে জল বার হওয়া পুরোপুরি বন্ধ হল৷ শুক্রবার রাত ১১ নাগাদ টানেল থেকে জল বার হওয়ার পরিমাণ বন্ধ হয়ে গিয়েছিল, তবু সকালে কিছু কিছু পরিমাণে জল বার হচ্ছিল৷ শনিবার দুপুরের জল বার হওয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ সে দিক থেকে দেখতে গেলে এই খবর অনেকটাই স্বস্তির৷

এর পাশাপাশি কেএমআরসিএল-এর পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত ২৪ ঘণ্টাই গ্রাউটিং চালিয়ে যাওয়া হবে৷ মাটির উপরে, মদন দত্ত লেনে গ্রাউটিং করা হচ্ছে৷ তার কারণ হচ্ছে, বাড়ির যে ভিত রয়েছে, তাতে যাতে কোনও ভাবে আলগা ভাব না আসে, কোনও নড়চড় যাতে না হয়, তারই পাকাপাকি ব্যবস্থা করা হচ্ছে৷ আর সুড়ঙ্গের মধ্যে গ্রাউটিং করা হচ্ছে, কারণ, যে পয়েন্টগুলি থেকে জল বার হচ্ছিল, সেগুলি থেকে যাতে নতুন করে আর জল বার না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে৷

আরও পড়ুন : 'চাকরি' চাই! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেখানো 'পথে' ১ দিনে ১৪০০ মামলা হাইকোর্টে

আরও পড়ুন : বিজ্ঞাপনে তুমুল চমক! টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, বিদেশের ভারতীয় (NRI) 'বর' পাবেন বিজয়ী! বিয়ের সুবর্ণ সুযোগ!

ও দিকে মেট্রো রেলের কাজের জন্য বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত মোট ১৮৩ জন ব্যক্তিকে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি থেকে উদ্ধার করা হয়েছে৷ বিভিন্ন হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ শনিবারও বেশ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে গিয়ে বৌবাজারের এলাকা দেখানো হয়েছে৷ ফাটলের প্রকৃতি, চেহারা তাঁরা দেখেছেন৷

একাধিক বাড়িতে বিভিন্ন ফাটল পরিমাপ করা জন্য মিটার বসানো হয়েছে৷ সেই মিটারের মাপ নেওয়া হয়েছে৷ এ ছাড়া বৌবাজারের যে প্রকষ্ঠ, যে খানে প্রথম টানেল বোরিং মেশিন আটকে সমস্যা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেও জল বার করে আনার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে৷

Abir Ghosal

Published by:Uddalak B
First published:

Tags: Kolkata Metro News