বৌবাজারে মেট্রোর সুড়ঙ্গ থেকে জল বার হওয়া বন্ধ, এখনও উদ্ধার ১৮৩ জন

Last Updated:

ও দিকে মেট্রো রেলের কাজের জন্য বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত মোট ১৮৩ জন ব্যক্তিকে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি থেকে উদ্ধার করা হয়েছে৷

#কলকাতা: বৌবাজারে মেট্রোর টানেল থেকে জল বার হওয়া পুরোপুরি বন্ধ হল৷ শুক্রবার রাত ১১ নাগাদ টানেল থেকে জল বার হওয়ার পরিমাণ বন্ধ হয়ে গিয়েছিল, তবু সকালে কিছু কিছু পরিমাণে জল বার হচ্ছিল৷ শনিবার দুপুরের জল বার হওয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ সে দিক থেকে দেখতে গেলে এই খবর অনেকটাই স্বস্তির৷
এর পাশাপাশি কেএমআরসিএল-এর পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত ২৪ ঘণ্টাই গ্রাউটিং চালিয়ে যাওয়া হবে৷ মাটির উপরে, মদন দত্ত লেনে গ্রাউটিং করা হচ্ছে৷ তার কারণ হচ্ছে, বাড়ির যে ভিত রয়েছে, তাতে যাতে কোনও ভাবে আলগা ভাব না আসে, কোনও নড়চড় যাতে না হয়, তারই পাকাপাকি ব্যবস্থা করা হচ্ছে৷ আর সুড়ঙ্গের মধ্যে গ্রাউটিং করা হচ্ছে, কারণ, যে পয়েন্টগুলি থেকে জল বার হচ্ছিল, সেগুলি থেকে যাতে নতুন করে আর জল বার না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে৷
advertisement
advertisement
ও দিকে মেট্রো রেলের কাজের জন্য বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত মোট ১৮৩ জন ব্যক্তিকে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি থেকে উদ্ধার করা হয়েছে৷ বিভিন্ন হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ শনিবারও বেশ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে গিয়ে বৌবাজারের এলাকা দেখানো হয়েছে৷ ফাটলের প্রকৃতি, চেহারা তাঁরা দেখেছেন৷
advertisement
একাধিক বাড়িতে বিভিন্ন ফাটল পরিমাপ করা জন্য মিটার বসানো হয়েছে৷ সেই মিটারের মাপ নেওয়া হয়েছে৷ এ ছাড়া বৌবাজারের যে প্রকষ্ঠ, যে খানে প্রথম টানেল বোরিং মেশিন আটকে সমস্যা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেও জল বার করে আনার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে৷
Abir Ghosal
বাংলা খবর/ খবর/কলকাতা/
বৌবাজারে মেট্রোর সুড়ঙ্গ থেকে জল বার হওয়া বন্ধ, এখনও উদ্ধার ১৮৩ জন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement