বিজ্ঞাপনে তুমুল চমক! টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, বিদেশের ভারতীয় (NRI) 'বর' পাবেন বিজয়ী! বিয়ের সুবর্ণ সুযোগ!

Last Updated:

বিজ্ঞাপনে দাবি করা হয়, যিনি এই প্রতিযোগিতায় জিতবেন, তিনি কানাডায় বসবাসকারী প্রবাসী ভারতীয় পাত্রকে বিয়ে করার সুযোগ পাবেন। বিজ্ঞাপনটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

Wedding Viral News
Wedding Viral News
#ভাইরাল : সম্প্রতি একটি সৌন্দর্য প্রতিযোগিতার বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাবে। শুধু তাই নয়, এবার অন্যধারার এই বিজ্ঞাপন নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। পঞ্জাবের ভাটিন্ডার এই সৌন্দর্য প্রতিযোগিতার বিজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৩ অক্টোবর নিকটবর্তী একটি হোটেলে আয়োজিত হতে চলেছে এক সৌন্দর্য প্রতিযোগিতা। তাতে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
কিন্তু অন্যান্য প্রতিযোগিতার থেকে এই বিউটি পেজেন্টের মূল পার্থক্য এর চমকপ্রদ পুরস্কারে। বিজ্ঞাপনে দাবি করা হয়, যিনি এই প্রতিযোগিতায় জিতবেন, তিনি কানাডায় বসবাসকারী প্রবাসী ভারতীয় পাত্রকে বিয়ে করার সুযোগ পাবেন। বিজ্ঞাপনটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। বিজ্ঞাপনটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।
advertisement
advertisement
সৌন্দর্য প্রতিযোগিতার বিজ্ঞাপনের এই বিতর্কিত পোস্টার ভাটিন্ডার বিভিন্ন জনবহুল এলাকায় সেঁটে দিয়েছিলেন উদ্যোক্তারা। বিজ্ঞাপনে এ-ও লেখা হয়, প্রতিযোগিতা কেবল সাধারণ শ্রেণির নারীদের জন্য। অর্থাৎ, তফসিলি ও অনগ্রসর জনজাতির মহিলারা অংশ নিতে পারবেন না প্রতিযোগিতায়। পোস্টারের ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই বহু মানুষ বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করে প্রতিবাদ জানাতে থাকেন। তার পরই উদ্যোক্তারা ফোন বন্ধ করে দেন বলে অভিযোগ। অভিযোগ জানানো হয় পুলিশেও।
advertisement
advertisement
ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সুরিন্দর সিংহ ও রাম দয়াল সিংহ জরুয়া নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা, নারীর সম্মানহানি-সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে দুজনের বিরুদ্ধে। যে হোটেলে ওই সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হবে বলে দাবি করা হয়, সেই হোটেল কর্তৃপক্ষর দাবি, এই ধরনের কোনও প্রতিযোগিতার জন্য তাঁরা অগ্রিম বুকিং নেননি। তবে এই বিজ্ঞাপন এখন কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিজ্ঞাপনে তুমুল চমক! টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, বিদেশের ভারতীয় (NRI) 'বর' পাবেন বিজয়ী! বিয়ের সুবর্ণ সুযোগ!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement