পাশাপাশি দুধ উৎপাদনেও লক্ষণীয় সাফল্য পেয়েছে রাজ্য। ২০২২ -২৩ অর্থবর্ষে দুধ উৎপাদনে এ রাজ্য দ্বিতীয় স্থান দখল করেছে উৎপাদন বৃদ্ধির হারে। এবারে রাজ্য দুধ উৎপাদনে ৮.৬৫ শতাংশ বৃদ্ধির হার হয়েছে। পাশাপাশি মাংস উৎপাদনেও লক্ষণীয় সাফল্য পেয়েছে রাজ্য। ২০২২ ২৩ অর্থবর্ষে এরাজ্য দ্বিতীয় স্থান দখল করেছে গোটা দেশের মধ্যে মাংস উৎপাদন বৃদ্ধির হারে।
advertisement
আরও পড়ুন: মাসে ভাতা ৩০ হাজার টাকা, বড় সুযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! এখনই আবেদন করুন
গোটা দেশের মধ্যে ১১.৯ শতাংশ মাংস উৎপাদন করেছে এরাজ্য। যাকে ইতিবাচক হিসেবেই দেখছে রাজ্যের প্রশাসনিক মহল। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একাধিক প্রশাসনিক বৈঠকে দুধ, ডিম ও মাংস উৎপাদনে রাজ্যকে স্বনির্ভরতার কথা বলেছেন। শুধু তাই নয়, একাধিক প্রশাসনিক বৈঠকে বিভিন্ন জেলার বণিক সভাদের উদ্দেশ্যে এ রাজ্যে ডিম উৎপাদন করার জন্য বিনিয়োগকারীদের আহ্বানও জানিয়েছিলেন।
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়িতে টাকার পাহাড়?সিবিআই-এর হাতে এল একটি ব্যাগ! চক্ষু চড়কগাছ
ডিম উৎপাদনে করার ক্ষেত্রে এ রাজ্যে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে বলেও মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠকে সেই জায়গা তুলে ধরেছেন। রাজ্যের প্রশাসনিক মহলের মতে বর্তমানে একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংস্থার সঙ্গে যুক্ত বিনিয়োগকারীরা ডিম উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে বিভিন্ন রাজ্য থেকে এ রাজ্যকে ডিম আমদানি করতে হতো। কিন্তু সেই আমদানি নির্ভরতা অনেকটাই কাটিয়ে উঠেছে রাজ্য। সেই আমদানি নির্ভরতা কাটিয়ে ওঠার জন্যই রাজ্য নজির বিহীনভাবে মাংস,দুধ, ডিম উৎপাদনে নজিরবিহীনভাবে সাফল্য পেল বলেই মত প্রশাসনিক মহলের।