বঙ্গ পদ্ম সেনাপতি সুকান্ত মজুমদারের দাবি, ‘‘তৃণমূল কংগ্রেস কৌশল নিয়েছিল যে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়ার ক্ষেত্রে প্রথমে কোনও বাধা দেওয়া হবে না। কিন্তু যখনই বিপুল সংখ্যক বিরোধী শিবিরের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে শুরু করেন তখনই শাসকদলের হিংসার মুখে পড়তে হয় বিরোধীদের। তৃণমূল নেতৃত্ব প্রথমে ভেবেছিল পঞ্চায়েত ভোটের দিন ভোট লুট করে ক্ষমতায় ফিরবে। কিন্তু নিজেদের পায়ের তলার মাটি সরে গিয়েছে জেনেই এবার বিজেপি ও অন্যান্য বিরোধী শিবিরের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করানোর লক্ষ্যে জেলায় জেলায় ইতিমধ্যেই হুমকি দিতে শুরু করেছে শাসকদল।’’
advertisement
আরও পড়ুন: নেহরু মিউজিয়ামের নাম বদলে দিল কেন্দ্র! তুমুল বিতর্ক, বাকযুদ্ধে খাড়্গে-নাড্ডা
সুকান্তর চাঞ্চল্যকর দাবি, ‘‘আমাদের কাছে খবর আছে যে, যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁদের মধ্যে কুড়ি হাজার প্রার্থীর মনোনয়নপত্র চাপ সৃষ্টি করে প্রত্যাহার করার লক্ষ্যমাত্রা স্থির করেছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এই লক্ষ্যমাত্রাকে পূরণ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলা পুলিশ সুপারদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। ভোটের দিন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ব্যাপক সন্ত্রাস চালিয়ে পঞ্চায়েত দখল করতে চাইছে শাসক শিবির।’’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার এ-ও বলেন, ‘‘বিরোধীদের পাশাপাশি বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল হয়ে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই সমস্ত প্রার্থীদেরও মনোনয়নপত্র প্রত্যাহার করানোর বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বোচ্চ জায়গা থেকে।’’
এ প্রসঙ্গে রীতিমতো হুঁশিয়ারির সুরে সুকান্ত মজুমদার বলেন, ‘‘ভোটের দিন তৃণমূল কংগ্রেস যদি ভাবে সন্ত্রাস করে ভোট লুট করে পঞ্চায়েত দখল করবে তাহলে বিজেপিও হাত গুটিয়ে বসে থাকবে না। গণতান্ত্রিকভাবে গ্রাম বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব। এক ইঞ্চি জমি ছাড়া হবে না।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী