TRENDING:

WB Panchayat Election 2023: কেন্দ্র-কমিশন টানাপড়েনে অবশেষে ইতি! পঞ্চায়েতে থাকছে ৮২২ কোম্পানি বাহিনী-ই, রাজ্য আসছে কবে?

Last Updated:

কমিশন জানায়, যদি প্রতি কোম্পানিতে ৮০ জন সদস্যও থাকেন, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৯৬০ এ৷ এ রাজ্যে মোট ৬১ হাজার ৯৮৬ টি পোলিং বুথ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দাবি মতো পঞ্চায়েত নির্বাচনে মোট ৮২২ কোম্পানিই কেন্দ্রীয় বাহিনী পেল রাজ্য নির্বাচন কমিশন৷ সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের এজলাসে শুনানির একেবারে শেষ পর্বে আদালতকে এই কথা জানালেন কমিশনের আইনজীবী জিষ্ণু সাহা৷ বাকি, ৮৪৫ কোম্পানি বাহিনী আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে চলে আসবে বলে সূত্রের খবর৷
advertisement

সোমবার আদালত অবমাননার মামলায় রিপোর্ট পেশ করে রাজ্য নির্বাচন কমিশন। রিপোর্টে কমিশন জানায়, রাজ্যে মোট ৪ হাজার ৮৩৪ টি স্পর্শকাতর বুথ রয়েছে, যা মোট বুথের সংখ্যার ৭ থেকে ৮ শতাংশ৷ সোমবারের আগে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অনুমোদন করেছিল কেন্দ্র৷ কমিশন এদিনের রিপোর্টে আদালতকে জানায়, ৩১৫ কোম্পানির মধ্যে ২২৪ কোম্পানি বাহিনী এখনও পর্যন্ত রাজ্যে চলে এসেছে৷ আর আগে থেকে ২২ কোম্পানি রয়েছে৷ ১১৩ কোম্পানি এখনও আসেনি৷

advertisement

আরও পড়ুন: আদৌ কি হচ্ছে বিজেপি বিরোধী জোটের বৈঠক? হলে কোথায়, কবে.. জল্পনা উড়িয়ে স্থান-কাল জানাল কংগ্রেস

কমিশন জানায়, যদি প্রতি কোম্পানিতে ৮০ জন সদস্যও থাকেন, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৯৬০ এ৷ এ রাজ্যে মোট ৬১ হাজার ৯৮৬ টি পোলিং বুথ রয়েছে। ৪৪ হাজার ৮৪২ টি পোলিং স্টেশন৷ যদি এই ৪৪ হাজার ৮৪২ টি জায়গায় ১ জন করেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হয়, তাহলে পর্যাপ্ত সংখ্যক বাহিনী তাদের কাছে নেই বলে আদালতে জানায় কমিশন৷

advertisement

আরও পড়ুন: ফিগার ঠিক রাখতে ডায়েট কোল্ডড্রিঙ্কস! ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে চ্যুইং গামও, হতে পারে ক্যানসার

আদালতে কমিশনের আইনজীবী বলেন, ‘‘সেই সংখ্যক কেন্দ্রীয় জওয়ানও আমাদের হাতে নেই৷ বুথে বুথে রাজ্য পুলিশ মোতায়েন করা ছাড়া আর কোনও উপায় আমাদের হাতে থাকছে না৷ আমাদের প্রস্তাব যদি এই বাহিনীকে মোবাইল ইউনিটে রাখা যায় তাহলে ৩০ মিনিটের মধ্যে ৬ টি পোলিং প্রেমিসিসে নিয়ন্ত্রণে রাখতে পারবে৷ আমরা ১ জুলাই পর্যন্ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছি৷ এখনও পর্যন্ত কোন উত্তর পায়নি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তবে শুনানির একদম শেষপর্বে এসে বদলে যায় অঙ্ক৷ কমিশনের আইনজীবী জিষ্ণু সাহা আদালতকে জানান, এই মাত্র কমিশনের সচিব তাঁকে জানালেন, ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর যে আবেদন তাঁরা জানিয়েছিলেন, তার গোটাটাই অনুমোদন করেছে কেন্দ্র৷ অর্থাৎ, প্রথম দফায় ২২ জেলার জন্য ১ কোম্পানি করে ২২ কোম্পানি, তারপরে দ্বিতীয় বার ৩১৫ কোম্পানি৷ এবার কেন্দ্র বাকি ৪৮৫ কোম্পানি বাহিনীও পাঠাচ্ছে৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই বাকি বাহিনী রাজ্যে চলে আসবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷  আগামিকাল মামলার পরবর্তী শুনানি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: কেন্দ্র-কমিশন টানাপড়েনে অবশেষে ইতি! পঞ্চায়েতে থাকছে ৮২২ কোম্পানি বাহিনী-ই, রাজ্য আসছে কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল