TRENDING:

Panchayat Election 2023: আগামী সপ্তাহে পঞ্চায়েত ভোট নিয়ে বড় সিদ্ধান্ত? জেলাশাসকদের বৈঠকে ডাকল রাজ্য নির্বাচন কমিশন

Last Updated:

রাজ্য নির্বাচন কমিশন সূত্র জানা গিয়েছে, আগামী মঙ্গলবার ১৮ এপ্রিল রাজ্যের সব জেলাশাসক ও জেলা পঞ্চায়েত নির্বাচনী অফিসারদের নিয়ে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নজরে এবার পঞ্চায়েত ভোট। তা মাথায় রেখেই তৎপরতা শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৮ এপ্রিল জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সব জেলার জেলাশাসকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুর ২টো থেকে ১৮ এপ্রিল এই বৈঠক শুরু হবে। সরকারিভাবে পঞ্চায়েত নির্বাচন কবে হবে তা এখনও পর্যন্ত জানানো না হলেও এই বৈঠকের মাধ্যমে মনে করা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল।
আগামী সপ্তাহে পঞ্চায়েত ভোট নিয়ে বড় সিদ্ধান্ত? জেলাশাসকদের বৈঠকে ডাকল রাজ্য নির্বাচন কমিশন
আগামী সপ্তাহে পঞ্চায়েত ভোট নিয়ে বড় সিদ্ধান্ত? জেলাশাসকদের বৈঠকে ডাকল রাজ্য নির্বাচন কমিশন
advertisement

কমিশনের নির্দেশিকা অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্র নিয়ে চূড়ান্ত নির্দেশ প্রকাশ হওয়ার কথা ২৮ এপ্রিল। বিধি অনুযায়ী তার ১২ দিনের মধ্যে ভোট করানো সম্ভব নয়। কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশের সাধারণত ২১ থেকে ৩৫ দিনের মধ্যে ভোট করানো যেতে পারে।

আরও পড়ুন- বফর্স কেলেঙ্কারিতে জড়িয়েছিল নাম! কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে অমিতাভের ডুবন্ত কেরিয়ার বাঁচিয়েছিলেন এই পরিচালক

advertisement

সেক্ষেত্রে মে মাসের শেষে বা জুনের প্রথমে ত্রিস্তরীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সংশ্লিষ্ট সরকারের অধিকৃত সংস্থা পুরসভা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষা কর্মীদের ভোট কর্মী হিসেবে বাছা যেতে পারে। ভোট কর্মীদের দলে যাতে অন্তত একজন করে কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে জেলাগুলিকে l

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই নির্দেশ অনুযায়ী ভোট কর্মীদের চিহ্নিত করার কাজও শুরু হয়ে গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর এক দফায় পঞ্চায়েত ভোটে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটকর্মী লাগতে পারে। তা নিয়ে প্রশাসনের কোন সমস্যা না থাকলেও রাজ্য পুলিশ দিয়ে এক দফায় ভোট করানো সম্ভব কিনা তা নিয়ে অবশ্য ভাবাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট কেন্দ্রের সংখ্যা ৬১৩৪০ টি। যদিও ইতিমধ্যেই অন্যান্য রাজ্য থেকে পুলিশ আনা সম্ভব নাকি তা নিয়েও খোঁজখবর শুরু করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। সেক্ষেত্রে মনে করা হচ্ছে ১৮ এপ্রিলের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে জেলাশাসকদের রাজ্য নির্বাচন কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: আগামী সপ্তাহে পঞ্চায়েত ভোট নিয়ে বড় সিদ্ধান্ত? জেলাশাসকদের বৈঠকে ডাকল রাজ্য নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল