ডেঙ্গি সংক্রমণের সরকারি রেকর্ড ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে নবান্নের আধিকারিকদের। পরপর দু সপ্তাহে ডেঙ্গি সংক্রমণের তথ্য নিয়ে এবার জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করল নবান্ন। শুধু তাই নয়, ২০২০, ২০২১-এর তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, যা নিয়েই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে এলাকায় এলাকায় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বিশেষ ড্রাইভ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: ৫৪৮ থেকে ৫৩৫! সামান্য কমলেও ডেঙ্গি সংক্রমণ নিয়ে উদ্বেগে নবান্ন
সরকারি তথ্য বলছে গত ১১ ই অগাস্ট থেকে ১৭ ই অগাস্ট পর্যন্ত ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে ৫৩৫ জনের। তার আগের সপ্তাহে এই সংখ্যাটা ছিল ৫৪৮ জনের। শুধু তাই নয়, নবান্নের তথ্য বলছে এখনও পর্যন্ত রাজ্যে গত ১৭ই অগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটি ৪১৮৪। যা নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, পুর ও নগর উন্নয়ন দফতর দফায় দফায় বৈঠক করছে। নবান্ন সূত্রে খবর, বিশেষভাবে পাঁচটি জেলাকে চিহ্নিত করা হয়েছে যেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।
হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে এখনও পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। এর মধ্যে হাওড়া জেলাতে ১০৭ জন, উত্তর ২৪ পরগনা জেলাতে ৮৭ জন, কলকাতাতে ৭৪ জন, হুগলিতে ৭০ জন ও জলপাইগুড়িতে ৩৩ জন এখনও পর্যন্ত আক্রান্ত ডেঙ্গিতে।
