সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মলয় ঘটক বলেন, ''বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বোর্ড গঠন করা হল। মূলত তাদের চিহ্নিতকরণ, সমস্যায় পড়লে যাতে রাজ্য মোকাবিলা করতে পারে, সেই কারণেই বোর্ড গঠন করা হল।'' শুধু তাই নয়, মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড করা হচ্ছে। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য পরিচালনা করা হবে।''
advertisement
আরও পড়ুন: 'সব বাম নেতাদের বাড়ির লোক-স্ত্রী'রা চাকরি পেয়েছে', বিস্ফোরক মন্ত্রী! সামনে ৫ নামও
মলয় ঘটকের সংযোজন, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যারা অভিযোগ করেছেন তাদের এই ইউনিট দেখবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ আসছিল, তাই এটা তৈরি করা হচ্ছে। অভিযোগ পেলেই সরকার ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: আর দেরি নয়, সিগারেটের দাম বাড়ছেই! জানা গেল তারিখ, মাথায় হাত ধূমপায়ীদের
মলয় ঘটক আরও বলেন, রাজ্যে ২৮৫টি রেজিস্ট্রার্ড চা বাগান আছে। আরও ৩০ হাজার ছোট চা বাগান আছে। এই বাগানগুলোর উপর নিয়ন্ত্রণ ছিল না। এই চা বাগান গুলো এবার নিয়ন্ত্রণে আসবে।