TRENDING:

West Bengal Minister: সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব নিজেই নিলেন মমতা, মন্ত্রিসভায় বড় রদবদল

Last Updated:

West Bengal Minister: গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলাম রব্বানী উদ্যান পালন দফতরের দায়িত্ব সামলাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। নবান্ন সূত্রে খবর, গোলাম রব্বানিকে সংখ্যালঘু দফতরের মন্ত্রিত্বের পদ থেকে সরানো হচ্ছে। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী নিজে সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিচ্ছেন। সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন তাজমুল হোসেন। গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলাম রব্বানী উদ্যান পালন দফতরের দায়িত্ব সামলাবেন।
মন্ত্রিসভায় রদবদল মমতার
মন্ত্রিসভায় রদবদল মমতার
advertisement

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মলয় ঘটক বলেন, ''বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বোর্ড গঠন করা হল। মূলত তাদের চিহ্নিতকরণ, সমস্যায় পড়লে যাতে রাজ্য মোকাবিলা করতে পারে, সেই কারণেই বোর্ড গঠন করা হল।'' শুধু তাই নয়, মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড করা হচ্ছে। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য পরিচালনা করা হবে।''

advertisement

আরও পড়ুন: 'সব বাম নেতাদের বাড়ির লোক-স্ত্রী'রা চাকরি পেয়েছে', বিস্ফোরক মন্ত্রী! সামনে ৫ নামও

মলয় ঘটকের সংযোজন, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যারা অভিযোগ করেছেন তাদের এই ইউনিট দেখবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ আসছিল, তাই এটা তৈরি করা হচ্ছে। অভিযোগ পেলেই সরকার ব্যবস্থা নেবে।

advertisement

আরও পড়ুন: আর দেরি নয়, সিগারেটের দাম বাড়ছেই! জানা গেল তারিখ, মাথায় হাত ধূমপায়ীদের

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

মলয় ঘটক আরও বলেন, রাজ্যে ২৮৫টি রেজিস্ট্রার্ড চা বাগান আছে। আরও ৩০ হাজার ছোট চা বাগান আছে। এই বাগানগুলোর উপর নিয়ন্ত্রণ ছিল না। এই চা বাগান গুলো এবার নিয়ন্ত্রণে আসবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Minister: সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব নিজেই নিলেন মমতা, মন্ত্রিসভায় বড় রদবদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল