আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম সঞ্জীবনী, মেধাতালিকা জুড়ে রইল মেয়েরাই
আরও পড়ুন:মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
এক নজরে দেখে নেওয়া যাক এ বছর মাধ্যমিকের ফলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি-
• এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷
• ছাত্রের থেকে ছাত্রীর পরীক্ষার্থী ছিল ১১.৯১% বেশি ৷
advertisement
• এর মধ্যে সফল হয়েছে ৮ লক্ষ ৯৯ হাজীর ৫৬৪ জন ৷
• এ বছরের পাশের হার ৮৫.৮৯% ৷ গত বছর পাশের হার ছিল ৮৫.৭৫% ৷
• আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি ৷ শেষ হবে ২২ ফেব্রুয়ারি ৷
• সবচেয়ে বেশি সাফল্যের হার পূর্ব মেদিনীপুরে (৯৬.১৩%) ৷
• দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর (৯১.৭৫%) ৷
• তৃতীয় হয়েছে কলকাতা (৯১.১১%) ৷
• প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷
• তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷
• দ্বিতীয় বর্ধমানে সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা ৷ শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷
• তৃতীয় স্থান দখল করেছেন তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷
• সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলাব্জ দাশ ও মৃন্ময় মণ্ডল ৷
আরও পড়ুন:২০১৯-এ এগোচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শুরু ১২ফেব্রুয়ারি