TRENDING:

মাধ্যমিকে ফের জেলার জয়, কমল পাশের হার, জেনে নিন রেজাল্ট

Last Updated:

রেকর্ড গড়ে ৭৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় বুধবার ঠিক ৯টায় ফল ঘোষণা করেন সল্ট লেকের নিবেদিতা ভবনে ৷ প্রতি বছরের মতো এ বছরেও জেলার জয়জয়কার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রেকর্ড গড়ে ৭৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় বুধবার ঠিক ৯টায় ফল ঘোষণা করেন সল্ট লেকের নিবেদিতা ভবনে ৷ প্রতি বছরের মতো এ বছরেও জেলার জয়জয়কার ৷ মেধা তালিকায় কোনওক্রমে টিঁকে রয়েছে তিলোত্তমা ৷ তবে এ বছর উল্লেখযোগ্য ভাল ফলাফল করে তালিকার একেবারে প্রথম সারিতে উঠে এসেছে উত্তরবঙ্গ ৷ ভাল ফলাফল করে নজর কেড়েছে নতুন জেলা কালিম্পংও ৷ প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷ দ্বিতীয় বর্ধমানে সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা ৷ শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷ তৃতীয় স্থান দখল করেছেন তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলব্জা দাশ ও মৃন্ময় মণ্ডল ৷
advertisement

আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম সঞ্জীবনী, মেধাতালিকা জুড়ে রইল মেয়েরাই

আরও পড়ুন:মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

এক নজরে দেখে নেওয়া যাক এ বছর মাধ্যমিকের ফলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি-

• এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷

• ছাত্রের থেকে ছাত্রীর পরীক্ষার্থী ছিল ১১.৯১% বেশি ৷

advertisement

• এর মধ্যে সফল হয়েছে ৮ লক্ষ ৯৯ হাজীর ৫৬৪ জন ৷

• এ বছরের পাশের হার ৮৫.৮৯% ৷ গত বছর পাশের হার ছিল ৮৫.৭৫% ৷

• আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি ৷ শেষ হবে ২২ ফেব্রুয়ারি ৷

• সবচেয়ে বেশি সাফল্যের হার পূর্ব মেদিনীপুরে (৯৬.১৩%) ৷

• দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর (৯১.৭৫%) ৷

advertisement

• তৃতীয় হয়েছে কলকাতা (৯১.১১%) ৷

• প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷

• তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷

• দ্বিতীয় বর্ধমানে সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা ৷ শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷

• তৃতীয় স্থান দখল করেছেন তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷

• সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলাব্জ দাশ ও মৃন্ময় মণ্ডল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আরও পড়ুন:২০১৯-এ এগোচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শুরু ১২ফেব্রুয়ারি

বাংলা খবর/ খবর/কলকাতা/
মাধ্যমিকে ফের জেলার জয়, কমল পাশের হার, জেনে নিন রেজাল্ট