নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ৷ মঙ্গলবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে৷ বিক্ষোভকারীদের একাংশ চড়াও হয় কালিয়াগঞ্জ থানায়৷ লাগিয়ে দেওয়া হয় আগুন৷ চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা থানা৷
advertisement
সূত্রের খবর, এই ঘটনার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন রাজ্যপাল৷ কলকাতায় ফিরে মুখ্যসচিব ও ডিজির সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেন।
কালিয়াগঞ্জ থানায় যারা আগুন জ্বালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা ব্যবস্থা যাতে নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়েও রাজ্য পুলিশের ডিজিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
এর পাশাপাশি, কালিয়াগঞ্জের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়ে রাজ্যপাল চেয়ে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। ঠিক কী কারণে নাবালিকার মৃত্যু, এই ঘটনার তদন্তের কী গতিপ্রকৃতি, বর্তমানে এলাকার পরিস্থিতি কেমন- সেই সব বিষয়েই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তিনি।
২৪ ঘণ্টার মধ্যে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছেন। এদিনের থানায় বিক্ষোভ, আগুন লাগানো সহ গোটা ঘটনায় পুলিশ কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে ব্যাপারেও বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।