TRENDING:

Swastha Sathi: স্বাস্থ্য সাথীতে আরও কড়া রাজ্য, হাসপাতাল-নার্সিংহোমে চলবে নজরদারি

Last Updated:

প্রতি মাসে অন্তত ছ'টি হাসপাতালে পরিদর্শন করতে হবে নজরদারি দলগুলিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বাস্থ্য সাথীর কার্ড প্রত্যাখ্যান করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বার বার বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমগুলিকে সতর্ক করেছিলেন৷ এবার স্বাস্থ্য সাথী নিয়ে আরও কড়া মনোভাব নিচ্ছে রাজ্য সরকার৷ স্বাস্থ্যসাথীর সুবিধা ঠিক মতো মিলছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য এবং জেলা স্তরে নজরদারি দল তৈরি করল রাজ্য সরকার৷
স্বাস্থ্য সাথী নিয়ে বার বার হাসপাতাল- নার্সিং হোমগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷
স্বাস্থ্য সাথী নিয়ে বার বার হাসপাতাল- নার্সিং হোমগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷
advertisement

রাজ্য স্তরে হেলথ সার্ভিসেস-এর ডিরেক্টরকে চেয়ারম্যান করে তৈরি করা হলো নজরদারি দল। রাজ্য স্তরের পাশাপাশি প্রতিটি জেলাতেও জেলার চিফ মেডিক্যাল অফিসারকে চেয়ারম্যান করে নজরদারি দল তৈরি করা হয়েছে। এই নজরদারি দল প্রতিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করবে। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চিকিৎসা পরিষেবা পেতে কোনও অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন নজরদারি দলের সদস্যরা৷

advertisement

আরও পড়ুন: পেট্রল, ডিজেলের পর দাম বাড়ল রক্তের, মধ্যবিত্তের মাথায় হাত

কোন কোন হাসপাতাল বা নার্সিং হোমে পরিদর্শন হল, তা স্বাস্থ্য সাথীর পোর্টালে আপলোড করতে হবে পরিদর্শকদর৷ কোনও হাসপাতাল বা নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অভিযোগ উঠলে নজরদারি দল আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতি মাসে অন্তত ছ'টি হাসপাতালে পরিদর্শন করতে হবে নজরদারি দলগুলিকে৷ চিকিৎসা ক্ষেত্রে আমজনতাকে বিপুল খরচের হাত থেকে বাঁচাতই স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছে রাজ্য সরকার৷ সেই পরিষেবা যাতে মানুষ ঠিক ভাবে পান, তা নিশ্চিত করতেই এবার এই কড়া পদক্ষেপ৷ কারণ, কলকাতার মতো বিভিন্ন জেলাতেও স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চিকিৎসা পরিষেবা দিতে রাজি হয় না বহু হাসপাতাল এবং নার্সিং হোম৷ জেলার প্রশাসনিক বৈঠকেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন৷ তার পরেই এই নির্দেশিকা জারি করল নবান্ন৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Swastha Sathi: স্বাস্থ্য সাথীতে আরও কড়া রাজ্য, হাসপাতাল-নার্সিংহোমে চলবে নজরদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল