Blood- Price || পেট্রল, ডিজেলের পর দাম বাড়ল রক্তের, মধ্যবিত্তের মাথায় হাত

Last Updated:

Blood- Price || চলতি মাসের ১৪ তারিখ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডক্টর অনিল কুমার এক নির্দেশিকায় রক্তের প্রসেসিংয়ের দাম ৫০ থেকে  ১০০ টাকা বাড়ানোর কথা জানিয়েছেন।

দাম বাড়ল রক্তের
দাম বাড়ল রক্তের
পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার রক্তের দাম বাড়াল কেন্দ্র। চলতি মাসের ১৪ তারিখ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডক্টর অনিল কুমার এক নির্দেশিকায় রক্তের প্রসেসিংয়ের দাম ৫০ থেকে  ১০০ টাকা বাড়ানোর কথা জানিয়েছেন।
এত দিন ডোনার কার্ড না থাকলে সরকারি ব্লাড ব্যাংক থেকে বেসরকারি হাসপাতালের রোগীর জন্যে রক্তের দাম ছিল ১ হাজার ৫০ টাকা এবার তা হলো ১১০০ টাকা। বেসরকারি ব্লাড ব্যাংক থেকে ডোনার কার্ড ছাড়া হোল ব্লাডের দাম ছিল ১৪৫০ টাকা, এবার তা বেড়ে দাঁড়াল ১৫৫০ টাকা। একই ভাবে দাম বাড়ল প্যাকড সেলেরও। আগে সরকারি দাম ছিল ১০৫০ টাকা তা এবার বেড়ে হল ১১০০ টাকা এবং বেসরকারি ক্ষেত্রে ১৪৫০ টাকা থেকে বেড়ে হল ১৫৫০ টাকা। তবে প্লাজমা, প্লেটলেটর দাম একই রয়েছে।
advertisement
advertisement
সম্প্রতি দাম বেড়েছে জ্বালানী ও রান্নার গ্যাসের৷ এমনিতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের৷ এই  অবস্থায় আবার দাম বাড়ল রক্তের৷ স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন রোগীর আত্মীয় পরিজনেরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Blood- Price || পেট্রল, ডিজেলের পর দাম বাড়ল রক্তের, মধ্যবিত্তের মাথায় হাত
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement