জানা গিয়েছে, এবার হলুদ ট্যাক্সিকেও অ্যাপ ক্যাব করে তোলার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। চালু হতে চলেছে রাজ্য পরিবহণ দফতরের এক্কেবারে নিজস্ব অ্যাপ ক্যাব পরিষেবা৷ সেই সরকারি অ্যাপ ক্যাবের হয়েই এবার থেকে কাজ করবেন হলুদ ট্যাক্সির ইচ্ছুক চালক ও মালিকেরা৷ পরিষেবা শুরু হবে পুজোর আগেই৷
advertisement
এখানেই শেষ নয়, হলুদ ট্যাক্সির পাশাপাশি, রাজ্যের গতিধারা প্রকল্পে লোন নিয়ে যাঁরা গাড়ি কিনেছেন, অথচ, বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থায় ক্যাব চালিয়েও যাঁরা লভ্যাংশ ও মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন, সেই সমস্ত গাড়ির মালিক বা চালকদেরও এই এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে৷ শুক্রবার এমন কথাই ঘোষণা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷
যদিও মন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে এখনও টেকনিকাল কোনও গাইডলাইন স্পষ্ট হয়নি। আগামী সপ্তাহেই পরিবহণ দফতরে টেকনিকাল টিমের সঙ্গে ফের বৈঠকে বসার ডাক দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডকে।
তবে সংশ্লিষ্ট মহলের একাংশ জানাচ্ছে, এমন সরকারি অ্যাপ ক্যাব নিয়ে আসা হলে ট্যাক্সি চালক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেরই উপকার হবে৷ অ্যাব ক্যাবের দৌরাত্ম্যে হলুদ ট্যাক্সির বাজার এখন তুলনায় অনেকটাই খারাপ৷ আর অন্যদিকে, শহরে ওলা-উবারের মতো সংস্থার অ্যাপ ক্যাবের সংখ্যা ৩০ হাজার থেকে কমে প্রায় ১২ হাজারে নেমে এসেছে৷ ফলে, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষও৷ সেক্ষেত্রে, এমন একটি সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা চালু হলে, এক দিকে যেমন হলুদ ট্যাক্সির পুনরুজ্জীবন হবে, অন্যদিকে মিটবে যাত্রীদের সমস্যা৷