TRENDING:

Sadhan Pande Passes Away: সাধন পান্ডের প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

Last Updated:

এ দিনই মুম্বইয়ের হাসপাতােল প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pande)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের (Sadhan Pande) প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোমবার রাজ্য সরকারি সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ পুরসভা, কর্পোরেশন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান বেলা দুটোয় ছুটি হয়ে যাবে (Sadhan Pande Passes Away)৷
প্রয়াত সাধন পান্ডে৷
প্রয়াত সাধন পান্ডে৷
advertisement

এ দিনই মুম্বইয়ের হাসপাতােল প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১৷ ২০১১ সাল থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন সাধন পান্ডে৷ ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷ যদিও শারীরিক অসুস্থতার জন্য দফতরহীন মন্ত্রী হিসেবেই মন্ত্রিসভায় ছিলেন তিনি৷ সাধন পান্ডের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়৷

advertisement

আরও পড়ুন: প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এই অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হল৷ আজ রাতেই সাধন পান্ডের মরদেহ মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসার কথা৷

আরও পড়ুন: প্রয়াত সাধন পান্ডের দখলে সেই রেকর্ড, যা স্বয়ং তাঁর দলনেত্রীরও নেই!

advertisement

সোমবার সকালে প্রথমে সাধন পান্ডের মরদেহ তাঁর কাঁকুড়গাছি ও গোয়াবাগানের বাড়িতে নিয়ে যাওয়া হবে৷ এর পর দুপুরে প্রয়াত মন্ত্রীর দেহ বিধানসভায় নিয়ে যাওয়া হবে৷ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর নিমতলা মহাশ্মশানে সাধন পান্ডের শেষকৃত্য সম্পন্ন হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রায় দশ বছর মন্ত্রী থাকা ছাড়াও টানা ৯ বার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন সাধন পান্ডে৷ যে অনন্য রেকর্ড রাজ্য রাজনীতিতে বিরল৷ প্রবীণ মন্ত্রীর প্রয়াণে তাই রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sadhan Pande Passes Away: সাধন পান্ডের প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল