এ দিনই মুম্বইয়ের হাসপাতােল প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১৷ ২০১১ সাল থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন সাধন পান্ডে৷ ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷ যদিও শারীরিক অসুস্থতার জন্য দফতরহীন মন্ত্রী হিসেবেই মন্ত্রিসভায় ছিলেন তিনি৷ সাধন পান্ডের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়৷
advertisement
আরও পড়ুন: প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এই অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হল৷ আজ রাতেই সাধন পান্ডের মরদেহ মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসার কথা৷
আরও পড়ুন: প্রয়াত সাধন পান্ডের দখলে সেই রেকর্ড, যা স্বয়ং তাঁর দলনেত্রীরও নেই!
সোমবার সকালে প্রথমে সাধন পান্ডের মরদেহ তাঁর কাঁকুড়গাছি ও গোয়াবাগানের বাড়িতে নিয়ে যাওয়া হবে৷ এর পর দুপুরে প্রয়াত মন্ত্রীর দেহ বিধানসভায় নিয়ে যাওয়া হবে৷ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর নিমতলা মহাশ্মশানে সাধন পান্ডের শেষকৃত্য সম্পন্ন হবে৷
প্রায় দশ বছর মন্ত্রী থাকা ছাড়াও টানা ৯ বার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন সাধন পান্ডে৷ যে অনন্য রেকর্ড রাজ্য রাজনীতিতে বিরল৷ প্রবীণ মন্ত্রীর প্রয়াণে তাই রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া৷