পশ্চিম মেদিনীপুরের ৯ কেন্দ্রে ভোট। সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, কেশপুরে ভোট। মোতায়েন প্রায় ২১ হাজার আধাসেনা। ৬ হাজার রাজ্য পুলিশ।
ভোটযুদ্ধে নন্দীগ্রাম। কুরুক্ষেত্রে আজ মহাযুদ্ধ। গোটা দেশের নজর নন্দীগ্রামে। হাই ভোল্টেজ আসনে মমতা বনাম শুভেন্দুর জোর টক্কর। যুদ্ধে সামিল জোট প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। নন্দীগ্রামে অবাধ ও সুষ্ঠু ভোট করাতে অত্যন্ত কড়া নির্বাচন কমিশন। নিরাপত্তার বেষ্টনীতে গোটা গ্রাম। ৪৮ ঘণ্টা আগে থেকেই জারি ১৪৪ ধারা। পাঁচ জনের বেশি জমায়েত করলেই করা হবে গ্রেফতার। বাড়ানো হয়েছে বাহিনী।
advertisement
নন্দীগ্রামে রয়েছে কমিশনের কড়া নজর ৷
নন্দীগ্রামে মোট বুথ ৩৫৫
দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ২ হাজার ২০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
নন্দীগ্রামের সব বুথেই থাকবে আধাসেনা
নন্দীগ্রামের বেশিরভাগ বুথেই ৮ জন করে আধাসেনা
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ৪ কেন্দ্রে ভোট। গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগরে ভোট। মোতায়েন ৭ হাজার ২০০ আধাসেনা।
বাঁকুড়ার ৮ কেন্দ্রে ভোট। তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস ও সোনামুখীতে ভোট। ২ হাজার ১৭১ বুথের নিরাপত্তায় মোতায়েন ১ হাজার ৭০০ আধাসেনা। মোতায়েন ৫ হাজার ৫২২ রাজ্য পুলিশও।
