TRENDING:

Bratya Basu: নিট নিয়ে কেন্দ্রকে খোঁচা ব্রাত্যের, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি

Last Updated:

NEET Recruitment scam: নিট দুর্নীতি নিয়ে এবার বুধবার কেন্দ্রকে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি তুললেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিট দুর্নীতি নিয়ে এবার বুধবার কেন্দ্রকে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “ইউপিএ টু আমলে নিট পরীক্ষা যখন কেন্দ্রের হাতে যায়, তখন রাজ্য আপত্তি জানিয়েছিল। আমাদের এখানে নানা বোর্ড, নানা ভাষা আছে। তাই আমাদের প্রথম আপত্তি ছিল। একই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রের হাতে দেওয়ার বিরোধিতা করেছিলেন”।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
advertisement

আরও পড়ুন: চূড়ান্ত মর্মান্তিক দুর্ঘটনা! ইঞ্জিনের সঙ্গে কামরা জুড়তে গিয়ে পিষে গেলেন রেলকর্মী

ব্রাত্য বসু আরও বলেন, “পাটনায় কয়েক জন গ্রেফতার হল, তদন্তে দেখা গেল অর্থের বিনিময়ে একটা চক্র চলছিল। চাপে পড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার ডিজিকে সরায়। কিন্তু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট চেয়ারম্যান আজও বসে আছেন”। সেই সঙ্গে মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “গোটা দেশে একজন চুপ করে আছেন নিট নিয়ে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী”।

advertisement

সেই সঙ্গে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা আবার রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া নিয়েও জোর সওয়াল করেন শিক্ষামন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন পরীক্ষা কেন্দ্রের থেকে নিয়ে নেওয়া হবে না? কেন বিধানসভায় আলোচনা হবে না?

আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, মঙ্গলবার নিট-ইউজি নিয়ে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট রিটেস্ট অথবা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দেয়৷ শুধু তাই নয়, শীর্ষ আদালত রায় দিতে গিয়ে আরও জানায়, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনও ত্রুটির প্রমাণ মেলেনি যাতে বলা যায় যে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bratya Basu: নিট নিয়ে কেন্দ্রকে খোঁচা ব্রাত্যের, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল