TRENDING:

West Bengal Coronavirus Update || পরপর তিনদিন দু'হাজারের নীচে করোনাভাইরাস সংক্রমণ, তবে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দৈনিক মৃত্যু

Last Updated:

West Bengal Coronavirus Update || রবিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৯৪ জন৷ যা গতকালের থেকে অনেকটাই কম৷ গতকাল আক্রান্ত ছিলেন ১ হাজার ৮১৭ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পর পর তিন দিন ২ হাজারের নীচে রাজ্যের কোভিড সংক্রমণ। রবিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৯৪ জন৷ যা গতকালের থেকে অনেকটাই কম৷ গতকাল আক্রান্ত ছিলেন ১ হাজার ৮১৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের, যা রবিবারের থেকে ১ জন বেশি৷ রাজ্যে পজিটিভিটি রেট ১২.০৫ শতাংশ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৫৯ জন। সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ৷
advertisement

গত কয়েকদিন ধরেই সংক্রমণ রয়েছে  ২হাজারের নীচে৷ সেটা একটা স্বস্তির বিষয় বটে৷ স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হারও৷ তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু৷  গতকালের থেকে সংক্রমণ কমেছে অনেকটাই৷ জেলাভিত্তিক সংক্রমণও কম৷ তবে উদ্বেগ থাকছেই৷

আরও পড়ুন : আমি আজ শোকাহত, আমি জানি না এটা কীভাবে হল: মমতা

আরও পড়ুন: ED-র র‍্যাডারেই ছিল অর্পিতা, আগেও হয়েছে জেরা! এরপরও ঘরে কীভাবে এত টাকা? ভাবাচ্ছে গোয়েন্দাদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে দেশে  মাঙ্কিপক্স ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে৷ দিল্লিতে ৩৪ বছর বয়সি এক যুবকের দেহে পাওয়া গিয়েছে এই ছোঁয়াচে রোগের জীবাণু৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল চারে৷ অতিমারি বিশেষজ্ঞ এবং ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন মাঙ্কিপক্স কোনও নতুন জীবাণু নয়৷ গত পাঁচ দশক ধরে বিশ্বে এই জীবাণুর খবর পাওয়া গিয়েছে৷ কেরালাতেও মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷ সাধারণত মাঙ্কিপক্সের ক্ষেত্রে ত্বকের জন্য লোশন ও জ্বর কমানোর জন্য জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে৷ যদি তার সঙ্গে রক্তের কোনও সংক্রমণ দেখা দেয় বা রোগী ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন, তাহলে উপযুক্ত ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা৷ ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Coronavirus Update || পরপর তিনদিন দু'হাজারের নীচে করোনাভাইরাস সংক্রমণ, তবে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দৈনিক মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল