#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অবশেষে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একেধারে যেমন নিশানা করলেন বিজেপি-কে। তেমনই দুর্নীতির সঙ্গে দলের যে কোনও যোগ নেই, স্পষ্ট ভাষায় দাবি করলেন তাও। এদিন বঙ্গভূষণ -বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানের সভামঞ্চ থেকে এদিন 'দুর্নীতি' নিয়ে বারবার সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ''আমি নিজেও এই ঘটনার জন্য দুঃখিত, মর্মাহত। তবে এই ঘটনাটা রটনা কিনা দেখতে হবে। আমাদের দল খুব স্বচ্ছ। চোর ডাকাত দিয়ে আমাদের দল তৈরি হয়নি।''
এরপরই মমতা বলেন, ''আমি জানি বিচার ব্যবস্থার উপর বিজেপির কতটা প্রভাব পড়েছে। তুমি নিশ্চয়ই এজেন্সি লাগাও। কিন্তু এজেন্সি গুলো লাগিয়ে কোমর ভেঙে দেবে, দল ভেঙে দেবে, সরকার ভেঙে দেবে, হুমকির কাছে মাথানত করব না। কেউ যদি ভুল করে থাকে তাহলে সরকার দায় নেবে না। দলও নয়। ওই মহিলার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।''
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার ছবি নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি সহ বিরোধীরা। সেই প্রসঙ্গও এদিন উঠে এসেছে মমতার বক্তব্যে। তিনি বলেন, ''আমি একটা প্যান্ডেলে গেছি। কোন মহিলা গেছে কী করে জানব! সে নাকি পার্থর বন্ধু। একটা মহিলাকে নিয়ে সব মহিলার অসন্মান করছে। কেউ যদি দোষ করে তাকে কেউ সাপোর্ট দেবে না। কিন্তু এই ভাবে কেউ যদি আমার সন্মানহানি করেন, তাহলে বলব আহত সিংহ কিন্তু ভয়ংকর।''
আরও পড়ুন: সব নজরে পার্থ, এদিকে CBI-এর ডাক ৩ তৃণমূল নেতাকে! তুমুল আলোড়ন নন্দীগ্রামে
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''কোনো মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সময়ের মধ্যে সত্যি এর বিচার হোক। সত্যি প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দিলে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু কেন বলুন তো আমার ছবি দিয়ে দেওয়া হচ্ছে! আমি কারোর পয়সায় আমি খাই না। আমি সার্কিট হাউস থাকলেও আমি নিজের পয়সায় থাকি। আমার বই আছে। আমি তো রয়ালটি পাই। এটা ট্র্যাপ হয়েছে কিনা সেটাও দেখতে হবে।''
আরও পড়ুন: এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, 'সত্যি' সামনে আনার দাবি জানালেন মমতা
দুর্নীতি প্রসঙ্গে সিপিআইএম যখন বারবার আঙুল তুলছে মমতার দিকে, এদিন তারও পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ''আমি কোনো অন্যায়কে সাপোর্ট করি না, দুর্নীতিকে সাপোর্ট করি না। আমি বিশেষ করে ১১ বছর ধরে ১ লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই। আমি তো এক পয়সাও নেয়নি। আজ আমি সত্যি দুঃখিত। মর্মামত। কয়েকটি রাজনৈতিক দলের আচরণে। কেউ কেউ ভুল করতেই পারেন। যেদিন আমি শুনেছিলাম কয়েকটা ছেলেমেয়ে বঞ্চিত হয়েছে, সিপিআইএম-এর ছেলে মেয়েদেরকে আমি বলেছিলাম তাদের চাকরি করে দিতে। তাছাড়া ও ক্যাবিনেট করে আমি লিস্ট করে তাদের আরও এক্সটেন্ড করে দিলাম।"
Mamata Banerjee: এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, 'সত্যি' সামনে আনার দাবি মমতার
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সোমবার নজরুল মঞ্চে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ অনুষ্ঠান নির্দিষ্ট ভাবে নাম উল্লেখ না করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ''আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। তবে, অজান্তে ভুল হতেই পারে। কেউ দোষ করে থাকলে তাঁর যাবজ্জীবন জেল হোক।''
এরপরই বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ''টাকার পাহাড় দেখিয়ে কুৎসা রটাচ্ছে বিজেপি। এক মহিলার বাড়িতে টাকা পাওয়া গেছে। আমি চাই, সত্যিটা সামনে আসুক। সারাজীবন রাজনীতি আমি করেছি তার কারণ নয়, জীবন টা ভোগ করার জন্য। আমার একটা ধারণা ছিল রাজনীতি ত্যাগ, দেশসেবা। কিন্তু বলুন তো স্কুলের সব স্টুডেন্ট কি একরকম হয়? পার্থক্য তো থাকবেই।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Partha Chatterjee, SSC Scam