Mamata Banerjee: এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, 'সত্যি' সামনে আনার দাবি জানালেন মমতা

Last Updated:

Mamata Banerjee: বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ''টাকার পাহাড় দেখিয়ে কুৎসা রটাচ্ছে বিজেপি। এক মহিলার বাড়িতে টাকা পাওয়া গেছে। আমি চাই, সত্যিটা সামনে আসুক।''

মুখ খুললেন মমতা
মুখ খুললেন মমতা
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সোমবার নজরুল মঞ্চে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ অনুষ্ঠান নির্দিষ্ট ভাবে নাম উল্লেখ না করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ''আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। তবে, অজান্তে ভুল হতেই পারে। কেউ দোষ করে থাকলে তাঁর যাবজ্জীবন জেল হোক।''
এরপরই বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ''টাকার পাহাড় দেখিয়ে কুৎসা রটাচ্ছে বিজেপি। এক মহিলার বাড়িতে টাকা পাওয়া গেছে। আমি চাই, সত্যিটা সামনে আসুক। সারাজীবন রাজনীতি আমি করেছি তার কারণ নয়, জীবন টা ভোগ করার জন্য। আমার একটা ধারণা ছিল রাজনীতি ত্যাগ, দেশসেবা। কিন্তু বলুন তো স্কুলের সব স্টুডেন্ট কি একরকম হয়? পার্থক্য তো থাকবেই।''
advertisement
advertisement
মমতার সংযোজন, ''আমি কোনো অন্যায়কে সাপোর্ট করি না, দুর্নীতিকে সাপোর্ট করি না। আমি বিশেষ করে ১১ বছর ধরে ১ লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই। আমি তো এক পয়সাও নেয়নি। আজ আমি সত্যি দুঃখিত। মর্মামত।কয়েকটি রাজনৈতিক দলের আচরণে। কেউ কেউ ভুল করতেই পারেন। যেদিন আমি শুনেছিলাম কয়েকটা ছেলেমেয়ে বঞ্চিত হয়েছে, সিপিআইএম-এর ছেলে মেয়েদেরকে আমি বলেছিলাম তাদের চাকরি করে দিতে। তাছাড়া ও ক্যাবিনেট করে আমি লিস্ট করে তাদের আরও একটেন্ড করে দিলাম।"
advertisement
এরপরই মমতা বলেন, ''সবাই সাধু একথা বলতে পারবো না। সাধু এর মধ্যেই ভূত আছে। জেনে শুনে আমি কোনো দিন কোনো অন্যায় করতে দেইনি। কোনো মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে।সময়ের মধ্যে সতি এর বিচার হোক।সত্যি প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দিলে আমার কোনো কিছু যায় আসে না।"'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, 'সত্যি' সামনে আনার দাবি জানালেন মমতা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement