আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা৷ রবিবার কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩১৬ জন৷ উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৬০ জন।
আরও পড়ুন: এসএসকেএম-এর আইসিসিইউ-তে ভর্তি পার্থ! বুকে ব্যথা, বেশি ক্রিয়েটিনিনের মাত্রা
আরও পড়ুন- গোয়াতে বেআইনি বার চালান স্মৃতি ইরানির কন্যা! কংগ্রেসের অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী
advertisement
কমেছে দেশের আক্রান্তের সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় দেশে ২০,২৭৯ জন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। ভারতের মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪৩,৮৮৮,৭৫৫-এ দাঁড়িয়েছে। যা আগের দিনের পরিসংখ্যানের তুলনায় ১,১০০ কম (৫.৩% কম)।
মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা ১৫০,০০০-র চিহ্ন অতিক্রম করার একদিন পরই আরও বেড়ে তা ১৫২,২০০-তে পৌঁছেছে। একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩৬ জন। দেশে এই নিয়ে মোট কোভিডে মৃতের সংখ্যা ৫,২৬,০৩৩। এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা মোট মানুষের সংখ্যা ১৮,১৪৩ বেড়ে এখন হয়েছে ৪৩,২১০,৫২২। মোট মৃত্যুর হার ১.২০% এবং মৃত্যুর হার ০.৩৫%। সামগ্রিক সুস্থতার হার ৯৮.৪৫%।
শুক্রবার মোট ৩৮৩,৬৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২০,২৭৯ টিই পজিটিভ, যার অর্থ দৈনিক পজিটিভিটির হার ৫.৩%।