TRENDING:

West Bengal COVID Update || পরপর দুদিন ২ হাজারের নীচে সংক্রমণ, রাজ্যে ফিরছে স্বস্তির ছবি

Last Updated:

West Bengal COVID Update || রবিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১৭ জন। শনিবার  দৈনিক সংক্রমণ ছিল ১ হাজার ৮৪৪।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পর পর দু’দিন ২ হাজারের নীচে রাজ্যের কোভিড সংক্রমণ। রবিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১৭ জন। শনিবার  দৈনিক সংক্রমণ ছিল ১ হাজার ৮৪৪। মৃত্যু হয়েছে ৬ জনের৷ রাজ্যে পজিটিভিটি রেট ১২.৪ শতাংশ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৬৮ জন। সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ৷
advertisement

আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা৷ রবিবার কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩১৬ জন৷ উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৬০ জন।

আরও পড়ুন: এসএসকেএম-এর আইসিসিইউ-তে ভর্তি পার্থ! বুকে ব্যথা, বেশি ক্রিয়েটিনিনের মাত্রা

আরও পড়ুন- গোয়াতে বেআইনি বার চালান স্মৃতি ইরানির কন্যা! কংগ্রেসের অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী

advertisement

কমেছে দেশের আক্রান্তের সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় দেশে ২০,২৭৯ জন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। ভারতের মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪৩,৮৮৮,৭৫৫-এ দাঁড়িয়েছে। যা আগের দিনের পরিসংখ্যানের তুলনায় ১,১০০ কম (৫.৩% কম)।

মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা ১৫০,০০০-র চিহ্ন অতিক্রম করার একদিন পরই আরও বেড়ে তা ১৫২,২০০-তে পৌঁছেছে। একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩৬ জন। দেশে এই নিয়ে মোট কোভিডে মৃতের সংখ্যা ৫,২৬,০৩৩। এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা মোট মানুষের সংখ্যা ১৮,১৪৩ বেড়ে এখন হয়েছে ৪৩,২১০,৫২২। মোট মৃত্যুর হার ১.২০% এবং মৃত্যুর হার ০.৩৫%। সামগ্রিক সুস্থতার হার ৯৮.৪৫%।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

শুক্রবার মোট ৩৮৩,৬৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২০,২৭৯ টিই পজিটিভ, যার অর্থ দৈনিক পজিটিভিটির হার ৫.৩%।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal COVID Update || পরপর দুদিন ২ হাজারের নীচে সংক্রমণ, রাজ্যে ফিরছে স্বস্তির ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল