আরও পড়ুন : "এতদিন আমি বলতাম, এখন অন্যরা বলবে..." অস্ত্রোপচার শেষে সাদা কাগজে লিখলেন মদন মিত্র
প্রসঙ্গত, দুদিন আগেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ৫০ এর ঘরে। মৃত্যুসংখ্যাও (West Bengal Coronavirus) নেমে এসেছিল শূন্যে। কিন্তু সেই স্বস্তিদায়ক পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ মঙ্গলবারই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ৬৮। ওইদিনের হিসাবে মৃত্যুও হয়েছিল একজনের। বুধবার পরিস্থিতি আরও কিছুটা খারাপের দিকে যায় । কারণ, এদিন সন্ধ্য়ায় স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেই অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১১৪। এদিনও একজনের মৃত্যুর খবর মিলেছে।
advertisement
অর্থাৎ রাজ্যে করোনা (West Bengal Coronavirus) আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এলেও ফের তা ১০০ ছাপিয়ে যায় বুধবারের রিপোর্টে। ফলে বেড়ে যায় পজিটিভিটি রেটও। মঙ্গলবার যা ছিল ০.৩২ শতাংশ, বুধবার তা বেড়ে হয়েছে ০.৪৯ শতাংশ।
আরও পড়ুন : মাধ্যমিকের জন্য বন্ধ রাখা যাবে না ইন্টারনেট, স্থগিতাদেশ হাইকোর্টের
যদিও এখনও তেমন কোনও আশঙ্কার মেঘ রয়েছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তবে মঙ্গলবারের তুলনায় করোনা পরীক্ষার সংখ্যাও কিছুটা বেড়েছে (West Bengal Coronavirus) এ দিন। মঙ্গলবার পরীক্ষা হয়েছিল ২১ হাজারের কিছু বেশি, বুধবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ২৩ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পজিটিভিটি রেটও বেড়েছে কিছুটা।