Madhyamik 2022: মাধ্যমিকের জন্য বন্ধ রাখা যাবে না ইন্টারনেট, স্থগিতাদেশ হাইকোর্টের

Last Updated:

শুধু ইন্টারনেট বন্ধ না রেখে পরীক্ষায় নকল, টুকলি আটকাতে রাজ্য সরকারকে সবরকম পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে আদালত (Madhyamik 2022)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2022) জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না৷ ইন্টারনেট বন্ধের জন্য রাজ্য সরকারের নির্দেশিকার উপরে স্থগিতাদেশ জারি করে এ দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷
শুধু ইন্টারনেট বন্ধ না রেখে পরীক্ষায় নকল, টুকলি আটকাতে রাজ্য সরকারকে সবরকম পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে আদালত৷ ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে দু' সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বিস্তারিত হলফনামাও জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷
advertisement
advertisement
গত ৭ মার্চ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষায় প্রশ্ন ফাঁস আটকাতে রাজ্যের নির্দিষ্ট কয়েকটি জায়গায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা৷ অনৈতিক ভাবে ইন্টারনেট বন্ধ করার নির্দেশিকা বাতিলের আর্জি জানান মামলাকারীর আইনজীবী৷
পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় যুক্তি দেন, রাজ্যের কোথাও ১৪৪ ধারা জারি করা হয়নি৷ মাধ্যমিকে টোকাটুকি বন্ধ করতেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নির্দিষ্ট কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ তাও সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে৷ দার্জিলিং জেলার বাগডোগরা, বীরভূমের পাঁচ নম্বর ব্লক, কোচবিহারের ৬ নম্বর ব্লক, উত্তর দিনাজপুর ও মালদহের কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে৷ শেষ পর্যন্ত
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2022: মাধ্যমিকের জন্য বন্ধ রাখা যাবে না ইন্টারনেট, স্থগিতাদেশ হাইকোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement