মদন মিত্রর গলার অস্ত্রোপচার সফল হয়েছে। আগামী ২ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব ঠিক থাকলে আজই উডবার্ন ব্লকের ১০৩ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হবে কামারহাটির বিধায়ককে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামিকালই ছুটি দেওয়া হবে এসএসকেএম (SSKM Hospital) হাসপাতাল থেকে। ছবি ও প্রতিবেদন : অভিজিৎ চন্দ
বৃহস্পতিবার স্বরযন্ত্রের অস্ত্রোপচারের পর উডবার্ন ব্লক এ ঢোকার সময় মদন মিত্র (Madan Mitra) সাদা কাগজে তাঁর বক্তব্য লিখে দেন সাংবাদিকদের উদ্দেশ্যে। কারণ অস্ত্রোপচার সফল হলেও আগামী দশ দিন মদন মিত্রকে চিকিৎসকরা কথা বলতে বারণ করেছেন। বিশ্রাম দিতে হবে তাঁর গলাকে। তবে নিজের বক্তব্য প্রকাশ করতে ছাড়েননি বয়সে প্রবীণ হলেও মনের দিক থেকে সদা প্রাণবন্ত কামারহাটির বিধায়ক। তিনি সাদা কাগজে লিখে দেন, "এতদিন আমি বলতাম এখন অন্যরা বলবে আমি শুনবো। এটাই প্রয়োজনীয় ছিল রাজনীতির জন্য।" ছবি ও প্রতিবেদন : অভিজিৎ চন্দ
প্রসঙ্গত, মঙ্গলবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র (Madan Mitra)। গলার সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা যায় মদন মিত্রের গলায় অস্ত্রপচার করা হবে। তাঁর গলায় টিউমার রয়েছে বলেও জানা যায়। পরে আজই সেই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে ভোকাল কর্ডের পলিপ।
এসএসকেএম-এর ইএনটি বিভাগের প্রধান ড. অরুণাভ সেনগুপ্ত এই অস্ত্রোপচার করেন। তিনি জানিয়েছেন, আপাতত দেখে পলিপগুলিকে বিনাইন বলেই মনে হয়েছে অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা কম। তবুও বায়োপসির জন্য নমুনা পাঠানো হচ্ছে বলে জানান তিনি। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এদিন অস্ত্রোপচারের আগে মদন মিত্রের দ্রুত সুস্থতা কামনায় যজ্ঞও করেন অনুরাগী ও সমর্থকরা। প্রিয় নেতার অস্ত্রোপচার সফল হাওয়ায় তাঁরাও স্বস্তিতে।