আরও পড়ুন: ৪৬ বছরে ঘটেনি! ৩০ শতাংশ কমে গেল রুপোর দাম, হুড়মুড়িয়ে পড়ল সোনাও, কতটা সস্তা দুই ধাতু?
মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন এস আই আর এর জন্য এখনও পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে। এই প্রথম নির্বাচন কমিশন ৮১০০ মাইক্রো অবজার্ভার এই রাজ্যে এসআইআর-এর জন্য মোতায়েন করা হয়েছে। এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে কোন রকম পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই। এমনকি তাদের কোন আইনি বৈধতা নেই। এই মাইক্রো অবজারভারদের ভূমিকার কথা জাতীয় নির্বাচন কমিশনের আইনে কোথাও উল্লেখ করা নেই।
advertisement
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের জরুরি ইভেন্ট বাতিল করল পিসিবি, পাকিস্তানের খেলা নিয়ে বিরাট মোড়! তবে কি…
সেই সঙ্গে আরও উল্লেখ করা হয়েছে, চারজন আইএস অফিসার যাদের ত্রিপুরা ক্যাডার থেকে নিয়োগ করা হয়েছে এছাড়াও কেন্দ্রের থেকে পাঁচজন অবজারভার এবং এরাজ্যের ১২ জন অবজারভার নিয়োগ করা হয়েছে। এটা অভিযোগ এসেছে এর মধ্যে থেকে কয়েকজন অবজারভার প্রিয় দফতর থেকে কাজ করছেন এবং eci পোর্টালের যাবতীয় নিয়ন্ত্রণ করছেন কোনও রকম আইনি বৈধতা ছাড়া। তারা বিভিন্ন তথ্যকে ম্যানুপুলেট করছেন নাম বাদ দেওয়ার জন্য। এটা করা হচ্ছে পিছন দরজা দিয়ে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এটা একটা উদ্বেগ জনক বিষয়।
