Gold price and silver price fall: ৪৬ বছরে ঘটেনি! ৩০ শতাংশ কমে গেল রুপোর দাম, হুড়মুড়িয়ে পড়ল সোনাও, কতটা সস্তা দুই ধাতু?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Gold price and silver price fall: ১৯৮০-র দশকের পর থেকে একদিনে সবচেয়ে বড় পতনে ঘটেছে সোনা এবং রুপোর দামে। রুপোর দাম প্রতি কেজিতে প্রায় প্রায় ৩০% কমে ৩,০০,০০০ টাকার নীচে নেমে গিয়েছে। সোনার দামও কমে প্রতি ১০ গ্রাম ১,৫০,০০০-র কাছাকাছি চলে এসেছে।
১৯৮০-র দশকের পর থেকে একদিনে সবচেয়ে বড় পতনে ঘটেছে সোনা এবং রুপোর দামে। রুপোর দাম প্রতি কেজিতে প্রায় প্রায় ৩০% কমে ৩,০০,০০০ টাকার নীচে নেমে গিয়েছে। সোনার দামও কমে প্রতি ১০ গ্রাম ১,৫০,০০০-র কাছাকাছি চলে এসেছে। ভারতে, ২৪K সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫০,৮৪৯ টাকায় নেমে গিয়েছে। এই দামে GST এবং মেকিং চার্জ অন্তর্ভুক্ত নেই। রুপোর দাম কমে প্রায় ২,৯১,৯২২ প্রতি কেজিতে পৌঁছেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









