মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন বিধাননগরের পুলিশ সুপারও। এত অবহেলা কেন? পুলিশ সুপার সুপ্রতিম সরকারকে বলেন মুখ্যমন্ত্রী। রিভিউ বৈঠকের শুরুতেই বাগুইআটি কাণ্ড নিয়ে মমতার মন্তব্যেই স্পষ্ট, বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। দুই ছাত্রের খুনের ঘটনায় তৎপর রাজ্য সরকার৷
আরও পড়ুন: বাগুইআটি কাণ্ডে 'ব্যথিত' মমতা, আইসি-কে ক্লোজ করে তদন্তে সিআইডি! জানালেন ফিরহাদ
advertisement
ইতিমধ্যেই বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সিআইডি-কে৷ এ দিন মমতার বৈঠকের আগেই নবান্ন থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বাগুইআটি কাণ্ডে পুলিশের যে গাফিলতি ছিল, তা কার্যত স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র৷
আরও পড়ুন: মন্ত্রীর বাড়িতে ডাক পড়ল চাবিওয়ালার, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, দুই ছাত্রের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত৷ মুখ্যমন্ত্রী নিজে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছেন৷ আজই বিধাননগর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন সিআইডি আধিকারিকরা৷ তদন্তের শুরুতেই পুলিশের সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল বলেও মন্তব্য করেন ফিরহাদ৷