দুপুর ১টা৫০ নাগাদ বিধানসভায় আসবেন রাজ্যপাল। প্রথামাফিক তাঁকে স্বাগত জানাবেন বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশনের শুরুর আগে থেকেই, রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাতের আবহ অব্যাহত বাংলায়। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) বিধানসভার অধিবেশনের সময় নিয়ে সংশয় প্রকাশ করেন। তবে পরে সেই জটিলতা কাটে।
আরও পড়ুন-একসঙ্গে ৪টি গ্যাস সিলিন্ডার টানেন এই পরিশ্রমী মহিলা, কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা!
advertisement
সোমবার ৭ মার্চ রাত দু’টোর সময় নয়, দুপুর দু’টোয় বাজেট অধিবেশনের ভাষণ দেবেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এই পরিস্থিতিতে ফের বিধানসভার অধ্যক্ষকে রবিবার তলব করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ, সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেবেন রাজ্যপাল। সেই ভাষণের যাতে সরাসরি সম্প্রচার করা হয় সেই বিষয়ে আলোচনা করতেই স্পিকারকে ডেকে পাঠান তিনি। ট্যুইট করে নিজেই সে কথা জানিয়েছেন রাজ্যপাল।
একটি ট্যুইটে রাজ্যপাল লিখেছেন, ‘‘আইনসভার কার্যবিধির পবিত্রতা এবং রাজ্যপালের দফতরের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার দুপুর ২টোয় রাজ্যপালের সঙ্গে বিধানসভার স্পিকারের একটি নির্ধারিত বৈঠক হবে। কারণ, এর আগে রাজ্যপালের ভাষণের ‘সরাসরি সম্প্রচার’ ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল।’’ যদিও রবিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের সঙ্গে তাঁর বৈঠক হয়। তবে সোমবার তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার হবে কি না, তা আজই বলা সম্ভব নয়। সোমবারই তা নিয়ে সিদ্ধান্ত হবে।
আরও পড়ুন-জন্মদিনে সবার চোখ থাক আপনারই দিকে, কাজে আসুক এই বার্থডে মেকআপ টিপস
এদিন বেলা ১২টায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এরপর বেলা ১টায় বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক আছে। সেখানেই জানা যাবে বিধানসভার অধিবেশন কতদিন চলবে। কী কী বিল নিয়ে আসা হবে।পুরভোটের ফল প্রকাশের পরে বসতে চলেছে বিধানসভা। ফলে রাজনৈতিক ভাবে শাসক-বিরোধী তরজা এই অধিবেশনে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
