TRENDING:

West Bengal BJP: ‘আমাদের দেশের নাম আমরাই ঠিক করব...’ ইন্ডিয়ার বদলে ভারত বিতর্কে এবার মুখ খুলল রাজ্য বিজেপি

Last Updated:

বঙ্গ বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের দেশের নাম আমরাই ঠিক করব। এটা কোনও লুকোচুরির বিষয় নয়, ভারত আমাদের কাছে আবেগ। স্বপ্ন। আমাদের কাছে ভারতবর্ষই আমাদের দেশ।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ইন্ডিয়ার বদলে ভারত বিতর্কে এবার মুখ খুলল রাজ্য বিজেপি। বঙ্গ বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের দেশের নাম আমরাই ঠিক করব। এটা কোনও লুকোচুরির বিষয় নয়, ভারত আমাদের কাছে আবেগ। স্বপ্ন। আমাদের কাছে ভারতবর্ষই আমাদের দেশ।’’
‘আমাদের দেশের নাম আমরাই ঠিক করব...’ ইন্ডিয়ার বদলে ভারত বিতর্কে এবার মুখ খুলল রাজ্য বিজেপি (File Photo)
‘আমাদের দেশের নাম আমরাই ঠিক করব...’ ইন্ডিয়ার বদলে ভারত বিতর্কে এবার মুখ খুলল রাজ্য বিজেপি (File Photo)
advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে কটাক্ষের সুরে শমীকের মন্তব্য, ‘‘গণতান্ত্রিক দেশ প্রত্যেকেরই মতামত দেওয়ার অধিকার আছে।তবে কেন্দ্র যা কিছু করবে তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করবে। এটাই তো স্বাভাবিক। দেশের নাম ভারতের সাথে ইতিহাসকে বদল করার মুখ্যমন্ত্রী যুক্তি অযৌক্তিক।’’

আরও পড়ুন– ‘এয়ারপোর্ট বানাচ্ছি আমরা, লোন চাই….’ ব্যাঙ্কে কল করে বললেন ব্যক্তি, অ্যাকাউন্টে ঢুকল ২১ বিলিয়ন!

advertisement

প্রসঙ্গত, জি ২০ সম্মেলনে নৈশভোজের আমন্ত্রণ পত্র ঘিরে তুমুল বিতর্ক। সেই চিঠিতে ইন্ডিয়ার বদলে ভারত নাম লেখা হয়েছে। বিষয়টি নিয়ে বিরোধীদের নিশানার মুখে পড়েছে মোদি সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- এক সময় ছিল হিরে ব্যবসার বিশাল সাম্রাজ্য; এখন নীরব মোদির অ্যাকাউন্টে রয়েছে কত টাকা?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘‘শিক্ষা নিয়ে আমরা এত দূর এগোতে পেরেছি, কারণ আমাদের কোনও বাধা এতদিন আসেনি। কিন্তু এখন পদে পদে বাধা। শিক্ষা দফতর নাকি রাজ্য সরকারের হাতে থাকবে না। আজকে তো ইন্ডিয়া নামও বদলে দিয়েছে। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে জি-২০ ডিনারে সেখানে ভারত লেখা আছে। আমরা ভারত তো বলি। ইন্ডিয়া নামটা নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এখন কী হল গোটা দেশের নাম বদলে যাবে?’’ প্রশ্ন তুলে ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে বলেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal BJP: ‘আমাদের দেশের নাম আমরাই ঠিক করব...’ ইন্ডিয়ার বদলে ভারত বিতর্কে এবার মুখ খুলল রাজ্য বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল