বিধানসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত যে সূচি রয়েছে, তাতে মঙ্গলবার ও বুধবার কোনও প্রশ্নোত্তরপর্ব বিধানসভায় নেই। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বের সম্ভাবনা আছে। কিন্তু মঙ্গলবার এবং বুধবার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে। যদিও স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে দিনভর আলোচনা হওয়ার নজির খুব একটা নেই।
আরও পড়ুন– জলের মধ্যে আলিঙ্গনবদ্ধ যুগল, ভেঙে গেল সব বাঁধ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?
advertisement
বিধানসভায় পরপর দু-দিন কোনও প্রশ্নোত্তর পর্ব, প্রস্তাব পেশ, বিল নিয়ে আলোচনা না হয়ে শুধু স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে বিতর্ক হওয়ার নজির দীর্ঘ বাম জমানায় রয়েছে কিনা, তা প্রবীণ বিধায়করা মনে করতে পারছেন না। তৃণমূল জমানায় শুভেন্দু অধিকারী পরিবহণ মন্ত্রী থাকার সময়ে ওই দফতরের স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছিল বলে একাধিক বিধায়ক জানিয়েছেন।
আরও পড়ুন– বিয়ে বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন !
শাসক দলের এক বিধায়ক এ দিন বলেন, ‘‘যিনি এখন বিরোধী দলনেতা তিনি যখন পরিবহণমন্ত্রী ছিলেন তখন স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও অংশগ্রহণ করেছেন, তাই এটা নজিরবিহীন ঘটনা নয়। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বিধানসভায় জমা পড়ে কিন্তু কেউ পড়েও দেখেন না, জানতেও চান না। তাই এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার রয়েছে।’’
বিধানসভার কার্যবিধির ৩১৯ ধারা অনুযায়ী মুখ্য সচেতক নির্মল ঘোষ দুটি নোটিস দিয়েছেন। আজ, মঙ্গলবার সোশ্যাল ফরেস্ট্রির পিটিশন কমিটির রিপোর্ট নিয়ে বিতর্ক হবে, কাল বুধবার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে।