বিয়ে বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন !
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
মৃতদের নাম নিশা খাতুন (১৭) ও মাহফুজা খাতুন (১৮)। নিশা একাদশ শ্রেণীর ছাত্রী ও মাহফুজা দ্বাদশ শ্রেণীর ছাত্রী । বাড়ি লালগোলায় ।
প্রণব কুমার বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ: বিয়ে বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন । মৃতদের নাম নিশা খাতুন (১৭) ও মাহফুজা খাতুন (১৮)। নিশা একাদশ শ্রেণীর ছাত্রী ও মাহফুজা দ্বাদশ শ্রেণীর ছাত্রী । বাড়ি লালগোলায় । বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রঘুনাথগঞ্জের দফরপুরে তারা এসেছিল । সোমবার দুপুরে বরযাত্রী যাওয়ার আগে গঙ্গায় স্নান করতে নেমেছিল। প্রথমে মাহফুজা জলে তলিয়ে গেলে নিশা তাকে বাঁচাতে যায়। দুই বোন তলিয়ে যাচ্ছে দেখে তাদের মা-ও তাঁর দুই মেয়েকে বাঁচাতে যায় । কোনওরকমে মা বেঁচে গেলেও দুই বোন তলিয়ে যায় গঙ্গায়।
দু’জনের খোঁজে রঘুনাথগঞ্জের দফরপুর ঘাটে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল । প্রত্যক্ষদর্শী সঞ্জু শেখ বলেন, ‘‘বরযাত্রী যাওয়ার আগে সকলেই গঙ্গায় স্নান করতে গিয়েছিল । মাকে বাঁচানো সম্ভব হলেও দুই বোন তলিয়ে যায় । চোখের সামনে সব ঘটে গেল অথচ আমরা বাঁচাতে পারলাম না ।’’
advertisement
advertisement
অন্যদিকে বহরমপুরে পাতালেশ্বর শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার আগে সোমবার বহরমপুরে নিয়াল্লিশ পাড়া ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই যুবক । মৃতদের নাম প্রীতম সিং (২০) ও অনিন্দ্য মণ্ডল (২১) ৷ দু’জনেই বহরমপুর কলেজের ছাত্র। পাঁচ বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে নেমেছিল । এরপরেই প্রথমে প্রীতম পরে অনিন্দ্য তলিয়ে যায়। বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি চালালেও এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি দুই যুবকের।
advertisement
বন্ধু সুজয় মণ্ডল বলেন, ‘‘আমরা সব বন্ধুরা শিবের মাথায় জল ঢালার আগে গঙ্গায় স্নান করতে গেছিলাম । আমাদের চোখের সামনে ওরা তলিয়ে গেল দুই বন্ধু । মৃত অনিন্দ্য মণ্ডলের বাবা তরুণ কুমার মণ্ডল বলেন, ‘‘আমাকে ছেলে পাতালেশ্বরে জল ঢালতে যাওয়ার কথা জানায়। আমি এত রাতে বাড়ি থেকে বেরোতে ওকে বারণ করি । কিন্তু আমার কোনও কথা শোনেনি । আমার ছেলেটা চলে গেল ।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 6:32 AM IST