Viral Video: জলের মধ্যে আলিঙ্গনবদ্ধ যুগল, ভেঙে গেল সব বাঁধ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?

Last Updated:

পুলের মধ্যে এই ভাবে প্রকাশ্যে প্রেম জাহির করার ভঙ্গিতে যারপরনাই ক্ষুব্ধ অন্যরা। কিন্তু সেদিকে হুঁশ নেই তাঁদের।

জলের মধ্যে আলিঙ্গনাবদ্ধ যুগল, ভেঙে গেল সব বাঁধ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?
জলের মধ্যে আলিঙ্গনাবদ্ধ যুগল, ভেঙে গেল সব বাঁধ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?
মুম্বই: বিনোদনের নতুন নতুন মাধ্যম খুলে গিয়েছে গত এক দশকে। এর মধ্যে ভার্চুয়াল মাধ্যম যেমন রয়েছে, তেমনই রয়েছে নানা রকমের বিনোদন পার্ক। সব থেকে জনপ্রিয় হল ‘ওয়াটার পার্ক’।
ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে এই ধরনে জলকেলি ইদানিং খুবই জনপ্রিয় হচ্ছে। বর্ষাকালেও মানুষ সমু্দ্রে না গিয়ে শহরের মধ্যেই কোনও ওয়াটার পার্ক খুঁজে নিয়ে কাটিয়ে আসছে একটা গোটা দিন। ছুটির দিনগুলিতে সেখানে ভিড় উপচে পড়ে।
জলকেলির পাশাপাশি এই সব পার্কে থাকে খানা-পিনার ব্যবস্থা। আবার কোথাও কোথাও থাকে দুঃসাহসিক ‘ওয়াটার স্লাইড’-এর মতো অ্যাডভেঞ্চার গেম।
advertisement
এই ধরনের পার্কে আজকাল প্রেমিকযুগলের আনাগোনাও বেড়েছে। অভিযোগ, পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে পরিবার নিয়ে বেড়াতে যাওয়া মানুষেরা বিরক্ত হচ্ছেন। সম্প্রতি এমনই একটি খবর প্রকাশিত হয়েছে। মহারাষ্ট্রের কোনও ওয়াটার পার্কের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
সেখানে দেখা গিয়েছে, বেশ কিছু প্রেমিকযুগল সুইমিং পুলে নেমে চুম্বনে আবদ্ধ। তাঁদের পরস্পর আলিঙ্গন নিয়েও প্রশ্ন তুলেছেন অন্যরা।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যায়, এঁদের মধ্যে একটি জুটি সমস্ত দিক ভুলে নিজেদের মধ্যে মেতে উঠেছেন প্রেমপ্রকাশে। পুলের মধ্যে এই ভাবে প্রকাশ্যে প্রেম জাহির করার ভঙ্গিতে যারপরনাই ক্ষুব্ধ অন্যরা। কিন্তু সেদিকে হুঁশ নেই তাঁদের। এমনকী, তাঁদের ভিডিও করা হচ্ছে বুঝেও নিরস্ত হননি।
advertisement
ওই ভিডিওতে দেখা গিয়েছে, পুলে ভিড় উপচে পড়ছে। হয়তো কোনও ছুটির দিনে রেকর্ড করা হয়েছে, তাই পরিবার ও শিশুদের নিয়ে অনেকেই গিয়েছিলেন ওই ওয়াটার পার্কে। তাদের সকলের সামনেই পুলের একেবার ধারে পরস্পর আলিঙ্গনাবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বেশ কয়েকটি জুটিকে। শিশুদের সামনেই তাঁরা ডুব দিয়েছেন গাঢ় চুম্বনে।
অনেকেই ওই দম্পতিকে নিরস্ত করার জন্য বলেন। কিন্তু কারও কথা যেন কানে তুলতেই রাজি ছিলেন না তাঁরা। এরই মধ্যে কোনও এক ব্যক্তি শুরু করেন ভিডিও করা। তাতেও নিরস্ত করা যায়নি ওই জুটিকে।
advertisement
পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় এবং তা ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত লক্ষাধিক বার দেখা হয়েছে ওই ভিডিওটি। এতে ক্ষুব্ধ নেটদুনিয়ার মানুষেরাও। তাঁরা দাবি তুলেছেন পারিবারিক বিনোদন পার্কে এধরনের কার্যকলাপ বন্ধে উদ্যোগী হোক প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: জলের মধ্যে আলিঙ্গনবদ্ধ যুগল, ভেঙে গেল সব বাঁধ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?
Next Article
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE