আবহাওয়া দফতরের ওয়েবসাইট বলছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আগামী ২১ তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। আগামী ১৯ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়াতে। ২০ এবং ২১ তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। সতর্কতায় বলা হয়েছে, এই জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী ১৯ তারিখ পর্যন্ত। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
advertisement
আগামী ২০ এবং ২১ তারিখ ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২২ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই অবস্থা উত্তরবঙ্গেও। সেখানেও একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও একই আবহাওয়া থাকবে।
আরও পড়ুন, 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
আরও পড়ুন,'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের
ইতিমধ্যে বেশ কিছু জেলায় তীব্র ঝড়বৃষ্টি হয়েছে বলে খবর মিলেছে। অপরদিকে, এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলাকালীন সমগ্র রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, সে বিষয় নিয়ে প্রস্তুত। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য দফতরের সমস্ত কর্মীরা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
