TRENDING:

Mamata Banerjee: রাজ্যে আজ বাণিজ্য সম্মেলন, শিল্পে ১৫ বছরের উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: রাজ্যে আজ বাণিজ্য সম্মেলন। সম্মেলন থেকেই গত ১৫ বছরের শিল্পে উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনার পরিবেশও তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রাজ্যে আজ বাণিজ্য সম্মেলন। সম্মেলন থেকেই গত ১৫ বছরের শিল্পে উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনার পরিবেশও তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বণিক মহলের প্রতিনিধি থেকে শুরু করে একাধিক বিনিয়োগকারীরা থাকছেন এই সম্মেলনে। একদিনের এই সম্মেলন আয়োজন করা হয়েছে ধনধান্য অডিটোরিয়ামে।
News18
News18
advertisement

গত কয়েক বছর ধরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বিনিয়োগ এসেছে সেই বিনিয়োগের কার্যকারিতাও এদিনের সম্মেলনে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটন, শিক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিকাঠামো এই বাণিজ্য সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। দুপুর বারোটা থেকে শুরু হবে বিজনেস ও ইন্ডাস্ট্রি কনক্লেভ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিকড়ের টানে ইতিহাসের অলিন্দে, বর্ধমানের স্বর্ণালী অতীত আগলাচ্ছেন সর্বজিৎ যশ
আরও দেখুন

বড়দিনের উৎসবের সূচনা এ বার অনেক আগেই হচ্ছে। আজ পার্ক স্ট্রিটের অ‍্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের উৎসব শুরুর সপ্তাহখানেক বাকি থাকলেও সরকারি ভাবে উৎসবের সূচনা হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাজ্যে আজ বাণিজ্য সম্মেলন, শিল্পে ১৫ বছরের উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল