ঠিক কী কারণে বৃ্ষ্টি! হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে স্থিত নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে। আগামীকাল সকালে তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এর পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় জলীয়বাষ্প ঢুকবে । মেঘলা আকাশও বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে উত্তরবঙ্গের দার্জিলিংয়েও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন-ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে
advertisement
উল্লেখ্য, ২০ ডিগ্রি ছাড়িয়েছে আজ কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় আরেকটু বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন-প্রথা ভেঙে দলীয় ব্যানারে ছটের শুভেচ্ছা, প্রশ্নের মুখে এই বামদল...
সূত্রের খবর, শনি রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকছে। উপকূলের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষভাবে পূবালী হাওয়ার দাপটে ডুকছে জলীয় বাষ্প। উত্তুরে হাওয়ার দাপট কমেছে বাংলায়।