TRENDING:

WB Panchayat Election Results 2023: নন্দীগ্রামে বিজেপির জয়জয়কার! কার ঘাড়ে দোষ চাপালেন কুণাল ঘোষ? বিস্ফোরক অভিযোগ

Last Updated:

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ১৭ টিরই ক্ষমতা দখল করেছিল তৃণমূল। তবে এবার পাল্লা ঝুঁকেছে গেরুয়া শিবিরের দিকেই। শুভেন্দু অধিকারীর বুথে জয়ী হয়েছে বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেও আলোচনার কেন্দ্রে সেই নন্দীগ্রাম৷ কিন্তু, যে নন্দীগ্রামে গত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আদ্যোপান্ত ঘাসফুলের দখলে ছিল, সেই নন্দীগ্রামেও এবছর ফুটল ‘শুভেন্দুর পদ্ম’৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, নন্দীগ্রাম ১-এ ৫টি আসনে জয়লাভ করেছে বিজেপি, তৃণমূল জিতেছে বাকি ৫টি আসনে৷ নন্দীগ্রাম ২-এ বিজেপি ৪ এবং তৃণমূল ৩৷ অর্থাৎ, এখনও পর্যন্ত বিজেপি’র দখলে ৯টি আসন, তৃণমূলের ৮টি৷ স্বাভাবিক ভাবে ‘শুভেন্দুর নন্দীগ্রামে’ বিজেপির জয়জয়কার যে নজর কেড়েছে, তা বলা বাহুল্যই৷
advertisement

যদিও এই ফলাফলের কৃতিত্ব বিজেপির নয় বলেই দাবি কুণাল ঘোষের৷ শুধু তাই নয়, এজন্য দলেরই বিক্ষুব্ধদের একাংশকে দায়ী করেছেন তিনি৷ কুণালের দাবি, ‘‘আমাদের বিক্ষুব্ধদের কিছু উল্টো ভোট পড়েছে।’’ এছাড়া, বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, নন্দীগ্রামে ‘ভোটকাটুয়ার’ ভূমিকায় কাজ করেছে সিপিএম এবং কংগ্রেস।

আরও পড়ুন: মুর্শিদাবাদের ভালই টক্কর বাম-কংগ্রেসের! কোথায় ছিল সমস্যা? বিশেষ পর্যালোচনা চায় তৃণমূল

advertisement

আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ১৭ টিরই ক্ষমতা দখল করেছিল তৃণমূল। তবে এবার পাল্লা ঝুঁকেছে গেরুয়া শিবিরের দিকেই। শুভেন্দু অধিকারীর বুথে জয়ী হয়েছে বিজেপি।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২০২১-এর বিধানসভা নির্বাচন দেখেছে নন্দীগ্রাম। সেই হাইভোল্টেজ লড়াইতে একদিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। তার রাজ্যজুড়ে ঠিক ২ বছর পরে ফের নির্বাচন। আর তাতে শুভেন্দু ফ্যাক্টর যে কিছুটা হলেও কাজ করেছে, তা বলাই যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election Results 2023: নন্দীগ্রামে বিজেপির জয়জয়কার! কার ঘাড়ে দোষ চাপালেন কুণাল ঘোষ? বিস্ফোরক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল