যদিও এই ফলাফলের কৃতিত্ব বিজেপির নয় বলেই দাবি কুণাল ঘোষের৷ শুধু তাই নয়, এজন্য দলেরই বিক্ষুব্ধদের একাংশকে দায়ী করেছেন তিনি৷ কুণালের দাবি, ‘‘আমাদের বিক্ষুব্ধদের কিছু উল্টো ভোট পড়েছে।’’ এছাড়া, বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, নন্দীগ্রামে ‘ভোটকাটুয়ার’ ভূমিকায় কাজ করেছে সিপিএম এবং কংগ্রেস।
আরও পড়ুন: মুর্শিদাবাদের ভালই টক্কর বাম-কংগ্রেসের! কোথায় ছিল সমস্যা? বিশেষ পর্যালোচনা চায় তৃণমূল
advertisement
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ১৭ টিরই ক্ষমতা দখল করেছিল তৃণমূল। তবে এবার পাল্লা ঝুঁকেছে গেরুয়া শিবিরের দিকেই। শুভেন্দু অধিকারীর বুথে জয়ী হয়েছে বিজেপি।
২০২১-এর বিধানসভা নির্বাচন দেখেছে নন্দীগ্রাম। সেই হাইভোল্টেজ লড়াইতে একদিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। তার রাজ্যজুড়ে ঠিক ২ বছর পরে ফের নির্বাচন। আর তাতে শুভেন্দু ফ্যাক্টর যে কিছুটা হলেও কাজ করেছে, তা বলাই যায়৷