হঠাৎ যদি বুথে ঢুকে পড়ে সাপ! কী করবেন ভোটকর্মীরা? ভোট সামলাবেন, নাকি সাপ তাড়াবেন! ভোটকর্মীরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন সে জন্য এ বার বুথে থাকবে কার্বলিক অ্যাসিড। ভোটকর্মীদের প্রত্যেকের ব্যাগে এমনিতেই ভোটের সরঞ্জাম হিসেবে কমিশনের দেওয়া বাধ্যতামূলক কিছু জিনিস রাখতেই হয়।
আরও পড়ুন: আদালতের চাপে হল কাজ, বিরাট সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের! বিরোধীদের মুখে চওড়া হাসি
advertisement
ভোটের দিন কত হ্যাপাই না পোহাতে হয় ভোটকর্মীদের। তাই অন্তত সাপের উপদ্রব থেকে তাঁদের নিশ্চিন্ত রাখতে সঙ্গে দেওয়া হচ্ছে কার্বলিক অ্যাসিড। পেন, পেনসিল, গালা, সেলোটেপ-সহ নানা সরঞ্জাম দেওয়া হয়। এ বার তার সঙ্গে যুক্ত হতে চলেছে কর্বোলিক অ্যাসিডও।
আরও পড়ুন: ভোটের প্রচারে বামেরা এবার এমন কাণ্ড ঘটাল, দেখলে ভিরমি খাবেন! মুহূর্তে ভাইরাল
প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘অনেক বোতল চলেও এসেছে। সেইগুলি ব্যাগের মধ্যে ঢোকানো শুরু হয়েছে।’ ২০১৮ সালের পঞ্চায়েত ভোটেই প্রথম ভোটকর্মীদের ব্যাগে কার্বলিক অ্যাসিড রাখতে হয়েছিল। এবারও সেই একই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।