WB Panchayat Election: আদালতের চাপে হল কাজ, বিরাট সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের! বিরোধীদের মুখে চওড়া হাসি
- Published by:Raima Chakraborty
- Written by:Rajib Chakraborty
Last Updated:
WB Panchayat Election: ভোট ঘোষণার পর থেকে বিভিন্ন জেলায় যে সব জায়গায় হিংসার ঘটনা ঘটেছে, সেই এলাকাগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন।
কলকাতা: অবশেষে স্পর্শকাতর বুথ ও অঞ্চল চিহ্নিতকরণ করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৬১ হাজার বুথের মধ্যে ১০ হাজারেরও কম বুথ স্পর্শকাতর। হাইকোর্টে যে রিপোর্ট পেশ হতে চলেছে, তাতে উল্লেখ, দক্ষিণ ২৪ পরগনার মাত্র ৮ শতাংশ বুথ স্পর্শকাতর। পাশাপাশি, মুর্শিদাবাদে ১০ শতাংশ বুথ স্পর্শকাতর, জানাল রাজ্য নির্বাচন কমিশন। আদালতে স্পর্শকাতর বুথ ও এলাকার হিসেবের পর এরপর ভিডিওগ্রাফি, সিসিটিভি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছে কমিশন।
রাজ্য প্রশাসনের কাছেও অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠায় কমিশন। ভোট ঘোষণার পর থেকে বিভিন্ন জেলার যে সব জায়গায় হিংসার ঘটনা ঘটেছে, সেই এলাকাগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে চাইছে কমিশন।
এ ব্যাপারে জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। তবে, এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর আগেও জেলাগুলিকে স্পর্শকাতর বুথ ও এলাকা জানতে চেয়েছিল কমিশন। সেবার ১০ শতাংশ করে এলাকার নাম চাওয়া হয়েছিল। রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল আদালত।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রার্থী তো কী, টোটোই সম্বল! এই বাম নেতার পরিচয় শুনলে চমকে যাবেন
সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রথমে ২২ কোম্পানি পরে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনও পর্যন্ত দু-দফায় ২২ ও ৩১৫ কোম্পানি বরাদ্দ করেছে। বকেয়া রয়েছে ৪৮৫ কোম্পানি। এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি রাজ্যে পাঠানোর ব্যাপারে কোনও মত জানায়নি। অন্যদিকে, ব্যালট পেপার বিতর্কের পর এবার গণনা কেন্দ্র নিয়ে আগেভাগেই সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। গণনা কেন্দ্র নিয়ে বিতর্ক এড়াতে এবার আগেভাগে বিভিন্ন জেলার শাসক ও পঞ্চায়েত ইলেকশন অফিসারদের থেকে ব্লক ভিত্তিক গণনা কেন্দ্রের তালিকা চাইল রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
আরও পড়ুন: ভোটের প্রচারে বামেরা এবার এমন কাণ্ড ঘটাল, দেখলে ভিরমি খাবেন! মুহূর্তে ভাইরাল
৫ জুলাইয়ের মধ্যে এই তথ্য চাওয়া হয়েছে বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। শুধু তাই নয় রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত সূচির বাইরে যদি অতিরিক্ত টেবিল বা অতিরিক্ত গণনার রাউন্ড করতে হয় তাহলেও অনুমতি নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনের। এই মর্মেও জেলাগুলিকে বিশেষ নির্দেশিকা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এর পাশাপাশি গণনা কেন্দ্র নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের আইনে কী উল্লেখ রয়েছে তাও বিভিন্ন জেলাগুলিকে মনে করিয়ে দিয়েছে কমিশন।
advertisement
রাজীব চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 2:00 PM IST