TRENDING:

WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী জনস্বার্থ মামলার অনুমতি কংগ্রেস ও বিজেপি-কে

Last Updated:

West Bengal Panchayat Election 2023: নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একাধিক বিষয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে৷ মনোনয়নের সময়সীমা অত্যন্ত কম বলে দাবি করেন বিরোধীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী ভিত্তিতে জনস্বার্থ মামলার অনুমতি দেওয়া হল বিজেপি ও কংগ্রেসকে৷ মামলার অনুমতি দেওয়া হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে বিজেপির আইনজীবী শ্রীজীব চক্রবর্তী ও কংগ্রেসের আইনজীবী কৌস্তভ বাগচী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন৷
advertisement

West Bengal Panchayat Election 2023 Result  (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল )  Check LIVE

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একাধিক বিষয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে৷ মনোনয়নের সময়সীমা অত্যন্ত কম বলে দাবি করেন বিরোধীরা৷ মাত্র ছ’দিনের মধ্যে হাজার-হাজার প্রার্থী কী করে মনোনয়ন জমা দেবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে৷ শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এক একজন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার জন্য ৩৯ সেকেন্ড সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন৷ কী ভাবে ছ’দিনে এটি সম্ভব, প্রশ্ন তোলা হয়৷

advertisement

শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফ থেকে অভিযোগ করা হয়, বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হয় এই রাজ্যে৷ অনুমান নয়, এটাই বাস্তব এই রাজ্যে৷ কেন্দ্রীয় ভাবে মনোনয়ন দাখিলের সুযোগ দেওয়া হোক৷

WB Panchayat Election 2023 Full Schedule : শুক্রবার থেকেই শুরু মনোনয়ন পর্ব, পঞ্চায়েতের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট জানুন

advertisement

West Bengal Panchayat Election 2023: হাতে সময় ছ’দিন, মাঝে রবিবার! পঞ্চায়েতে মনোনয়নের স্লগ ওভার শুরু শুক্রবার থেকে

এই নিয়েই বিজেপি ও কংগ্রেসের তরফ থেকে পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলার অনুমতিও দেওয়া হয়৷ পাশাপাশি, আবেদনে কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভির নিরাপত্তায় ভোট করার আবেদনও করা হয়৷ পাশাপাশি, অধীর চৌধুরী দাবি করেছেন, অনলাইনে মনোনয়ন দেওয়া হয়৷ এই নিয়ে শুক্রবারই শুনানি হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অফিসারদেরও এই মামলার একটি অংশ হিসাবে আদালতে থাকতে হবে৷ দুপুরেই এই মামলার শুনানি হবে বলেই জানানো হয়েছে৷ পশ্চিমবঙ্গে এক দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ জুলাই৷ আর সেই ভোটের ফল প্রকাশিত হবে আগামী ১১ জুলাই৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী জনস্বার্থ মামলার অনুমতি কংগ্রেস ও বিজেপি-কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল