আরও পড়ুন : দোলের আগেই তৃণমূলের রাজ্য কমিটি, ঘোষণা হতে পারে আগামী ৮ মার্চ: সূত্র
নির্বাচন কমিশনার সৌরভ দাস বৈঠকের (WB Municipal Election 2022) পরে জানান, দুটি বুথে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ড-এর ৭ নম্বর বুথ। মহেশ কলোনী যুব কিশোর সঙ্ঘতে আবার ভোটগ্রহণ (WB Municipal Election 2022) হবে। অন্যদিকে, দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ড লেক পয়েন্ট স্কুলের চারনম্বর বুথেও পুনরায় ভোটগ্রহণ হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। আগামিকালই এই দুটি জায়গাতে পুনর্নির্বাচন হবে। এই নিয়ে পরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত তারপরেই জানানো হবে বলে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন : "ভোট পরিচালনায় ব্যর্থ"! রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল...
প্রসঙ্গত, রবিবার রাজ্যের ১০৮ পুরসভার (WB Municipal Election 2022) ভোটে লাগাতার হিংসার খবরে উদ্বিগ্ন রাজ্যপাল সন্ধ্যায় নির্বাচন কমিশনারকে তলব করে বিবৃতি জারি করেন। সেইমতোই সোমবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, বৈঠকে যে সব এলাকা থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে সেখানে ফের ভোটগ্রহণের কথা বিবেচনা করতে নির্দেশ দেন রাজ্যপাল। এই বৈঠকের পরেই দুই জায়গায় নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন (State Election Commission)।